স্লিপার ক্লাসের টিকিটে বিনামূল্যে AC ক্লাসে ভ্রমণ, দারুণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের উপর নির্ভর করে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ভারতে যাতায়াত করার কারণে টিকিটের চাহিদা থাকে প্রবল। টিকিটের এই বিশাল চাহিদার কারণে বহু ক্ষেত্রেই যাত্রীদের টিকিট কনফার্ম হয় না, তাদের টিকিট থেকে যায় ওয়েটিং লিস্টে। তবে ভারতীয় রেলের তরফ থেকে বর্তমানে এমন এক পদ্ধতি আনা হয়েছে যাতে স্লিপার ক্লাসের টিকিট কেটেও এসি ক্লাসে যাওয়া যেতে পারে বিনামূল্যে।

প্রাথমিকভাবে এই বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও তা একেবারেই সত্যি। আসলে ভারতীয় রেল লোকসান করতে না চাওয়ার কারণে নিয়ে এসেছে অটোআপগ্রেডেশন পদ্ধতি। এই পদ্ধতি এক কথায় অনবদ্য। এই পদ্ধতিতে যাত্রীদের এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়ার ক্ষেত্রে কোনো খরচ করতে হচ্ছে না।

এই স্কিমের মাধ্যমে স্লিপার ক্লাসের টিকিট নিয়ে থাকেন এমন যাত্রীকে বিনামূল্যে ৩এসিতে আপগ্রেড করা হয়। যদি কেউ ৩এসির টিকিট নিয়ে থাকেন, তবে তাঁকে ২এসি-তে আপগ্রেড করা হতে পারে এবং যদি কেউ ২এসির টিকিট নিয়ে থাকেন, তবে তাঁকে ১এসিতে আপগ্রেড করা হতে পারে।

তবে ভারতীয় রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত বা পদ্ধতি চালু করার কারণ কি? অধিকাংশ ট্রেনের ক্ষেত্রেই দেখা যায় স্লিপার ক্লাসে টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। অথচ ওই একই ট্রেনে এসি ক্লাসে সিট ফাঁকা অবস্থায় পড়ে থাকে। একইভাবে ৩এসিতে বার্থের প্রচুর চাহিদা থাকলেও ২এসিতে এবং ১এসিতে তেমন চাহিদা নেই। এর পরই ভারতীয় রেল এই অটো আপগ্রেডেশন স্কিমের চিন্তা-ভাবনা শুরু করেছে।

ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরি না হওয়া পর্যন্ত যে সকল যাত্রীদের টিকিট কনফার্ম হচ্ছে না সেই সকল যাত্রীদের ক্ষেত্রে এই ব্যবস্থা করছে ভারতীয় রেল। দেখা যাচ্ছে কোন এক যাত্রী স্লিপার ক্লাসের জন্য টিকিট বুক করেছেন এবং তার টিকিট ওয়েটিং লিস্টে পড়ে রয়েছে। অথচ এসি কামরায় সিট থাকার রয়েছে। এমন পরিস্থিতিতে ওই যাত্রীকে রেলের তরফ থেকে ওই এসি কামরায় যাত্রা করার সুযোগ করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।

ভারতীয় রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কোন সিট ফাঁকা না যায় তার জন্য। তবে এই ভাবে সিট পেতে হলে যাত্রীদের টিকিট বুকিং করার সময় আপগ্রেডেশনের অপশন দিয়ে রাখতে হবে। আবার যখন রিকুইজিশন ফর্ম ফিলাপ করা হয় সেই সময় কোন অপশন দেওয়া না থাকলে ধরে নেওয়া হয় ওই যাত্রী অপশনের সম্মতি দিয়েছেন এবং তাকে আপগ্রেডেশনের জন্য নির্বাচিত করা হয়।