সেপ্টেম্বর মাসে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা, পণ্ড হতে পারে পুজোর মার্কেটিং

নিজস্ব প্রতিবেদন : এ রাজ্যের দক্ষিণবঙ্গে আষাঢ় মাসে সেভাবে দৃষ্টির দেখায় মেলেনি। শ্রাবণের শেষের দিকে বৃষ্টির কিছুটা প্রভাব দেখা গেলেও দক্ষিণবঙ্গের রয়েছে ব্যাপক বৃষ্টির ঘাটতি। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস, সেপ্টেম্বর মাসে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। বৃষ্টিতে পন্ড হতে পারে পুজোর মার্কেটিং।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সেপ্টেম্বরে দ্বিতীয়ার্ধে একনাগাড়ে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আর এই পূর্বাভাসই কপালে ভাঁজ ফেলেছে ফ্যাশন প্রেমী মানুষদের।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১৫ই সেপ্টেম্বরের পর থেকে এ রাজ্যে কমবে বর্ষার প্রকোপ। অক্টোবরের প্রথম সপ্তাহে পাকাপাকিভাবে মৌসুমী বায়ু এবছরের মত ছেড়ে যাবে এরাজ্য। কিন্তু তা সত্ত্বেও ১৫ই সেপ্টেম্বরের পরেও এরাজ্যে জারি থাকবে বৃষ্টি। সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে সাতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ৩৪ শতাংশ। যে সময়ে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ ৬৩.৮ মিলিমিটার, সেই সময় বৃষ্টির পরিমাণ পৌঁছাতে পারে ৮৬ মিলিমিটারে। আর পরের সাত দিন বৃষ্টি সময়ের সাপেক্ষে স্বাভাবিকের তুলনায় আরও বাড়বে বলে, যদিও পরিমাণ হিসাবে বৃষ্টি কমবে।

প্রসঙ্গত, এবছর দক্ষিণবঙ্গে প্রথম থেকেই বৃষ্টির ব্যাপক ঘাটতি দেখা দেয়। ঘাটতি এতটাই ছিল যে, চাষীদের কপালে ভাঁজ পড়তে শুরু করে। যদিও পরে এই পরিস্থিতি কিছুটা অনুকূল হয়, কিন্তু তাতেও দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ব্যাপক বৃষ্টির ঘাটতি।