টানা ৩ দিন ভারী বৃষ্টি, ভাসতে পারে রাজ্যের এই সকল জেলা

নিজস্ব প্রতিবেদন : পুজো শেষ হতে না হতেই মুখভার আকাশের। রবিবার এবং সোমবার রাজ্যের সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। টানা বৃষ্টিতে ফের রাজ্যের একাধিক জেলায় দুর্যোগ ও দুর্ভোগের আশঙ্কা থেকে যাচ্ছে। অফিসের তরফ থেকে রবিবার এবং সোমবার ছাড়াও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

এই বছর দুর্গা পুজোর সময় থেকেই বৃষ্টির ভ্রুকুটি তাড়া করছিল রাজ্যের বাসিন্দাদের। তবে নবমীর রাত ছাড়া সেইভাবে আর বৃষ্টি লক্ষ্য করা যায়নি। কিন্তু পুজোর পরেই নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দরুন টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগরের উত্তরাংশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে সরাসরি এর প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রবিবার, সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার এবং মঙ্গল বার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু’এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সকল জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পাশাপাশি এই দুদিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

আগামী দুই থেকে তিন দিন টানা এই বৃষ্টির কারণে নদ নদীর জলস্তর বাড়তে পারে, নিচু জায়গা জলমগ্ন হয়ে পড়তে পারে এবং ফসলের ক্ষতি হতে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে লাল সর্তকতা হিসাবে মৎস্যজীবীদের সম্পূর্ণভাবে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ এই সময় উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত-বাংলাদেশ উপকূলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।