নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কতটা প্রভাব পড়বে বাংলায়

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। যে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যায়। তবে ওই নিম্নচাপের প্রভাবে যে পরিমাণ বৃষ্টি হওয়ার আশা করা হচ্ছিল তা হয়নি। ফলতো রাজ্যের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ঘাটতি এখনো অনেক বেশি।

তবে এই পরিস্থিতিতে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে বিভিন্ন জায়গায়। এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাবে বৃষ্টির ঘাটতি পূরণের সম্ভাবনা দেখা দিয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বিশেষ করে বৃষ্টি বৃদ্ধি পেতে পারে উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হবে।

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার থেকেই লক্ষ্য করা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে অন্যান্য জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা যাবে রবিবার থেকে। ১৪ আগস্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়।

এর পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে দুই ২৪ পরগনায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এই পরিস্থিতির দিকে তাকিয়ে হাওয়া অফিসের তরফ থেকে ১৫ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি পর্যটকদের দিঘা, মন্দারমনি, গঙ্গাসাগর, সমুদ্র উপকূলে নামতেও বারণ করা হয়েছে।