৬ জেলায় প্রবল বৃষ্টি, নিমেষে বদলে যাবে আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে দেখা যাচ্ছে ঝড়-বৃষ্টি। কখনো কালবৈশাখী, আবার কখনো দমকা হওয়া, আবার কখনো মুষলধারে বৃষ্টি। এই ভাবেই চলছে গত কয়েকদিন। গত কয়েক দিনের এই পরিস্থিতির ফলে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমেছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে জানানো হয়েছে কবে পরিস্থিতি অনুকূল হবে।

হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানা যাচ্ছে, মঙ্গলবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সবচেয়ে বেশি প্রভাব দেখা যাবে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়। চোখের নিমিষে এই সকল জেলায় পরিস্থিতির বদল ঘটতে পারে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। তবে বুধবার অর্থাৎ ২২ মার্চ থেকে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যেতে শুরু করবে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ২৩ মার্চ অথবা বৃহস্পতিবার রাজ্যের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বর্তমানে আগামী দুদিন তাপমাত্রা সেই রকম কোনো হেরফের হবে না। শুক্রবার থেকে ধীরে ধীরে আকাশ পরিস্কার হওয়ার পর তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে। দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।

আলিপুর আবহাওয়া দফতরে পূর্বাঞ্চলীয় দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির যে প্রভাব রয়েছে তা বৃহস্পতিবার থেকে কমতে শুরু করবে। রাজ্যের মাঝ বরাবর একটি অক্ষরেখা চলে যাওয়ার কারণে সেই সকল এলাকায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তবে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।