নতুন করে পঙ্গপালের হানা রাজস্থানে, অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন : প্রথম দফায় পঙ্গপালের হানায় কয়েক হাজার কোটি টাকার ফসল নষ্ট হওয়ার পর আবার নতুন করে পঙ্গপালের হানা দেখা দিয়েছে রাজস্থানে। পাকিস্তান থেকে নতুন করে পঙ্গপালের দল ঢুকতে শুরু করেছে ভারতে আর তাদের প্রথম লক্ষ্য রাজস্থান হলেও অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের তরফ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে এমনকি ড্রোন দিয়ে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে।

লোকাস্ট ওয়ার্নিং অর্গানিজেশনের ডেপুটি ডিরেক্টর কেএল গুর্জর জানিয়েছেন, “পঙ্গপালগুলি এখন যেহেতু অপরিণত বয়সে রয়েছে তাই এদের উপর কীটনাশক স্প্রে করে মারার চেষ্টা করা হলে দ্রুত উড়ে পালিয়ে যাচ্ছে। পঙ্গপালের মোকাবিলা করার জন্য সমস্ত রকম সরঞ্জাম নামানো হলেও আমরা ৫০% পঙ্গপালকে শেষ করতে সক্ষম হয়েছি। আগামী ১৫টা দিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ের মধ্যে এই অপরিণত বয়সের পঙ্গপালগুলি পূর্ণ বয়স্ক হয়ে উঠবে। পূর্ণবয়স্ক পঙ্গপাল অপরিণত বয়স্ক পঙ্গপালের তুলনায় কম খায় এবং ধীর স্থির।”

এইভাবে ভারতে পঙ্গপাল ছড়িয়ে পরার জন্য তিনি পাকিস্তানের উপর দোষারোপ করে জানিয়েছেন, “আমরা বারংবার পাকিস্তানকে বলেছি পঙ্গপালের দলকে শেষ করার জন্য। কিন্তু তারা এই বিষয়ে কোন রকম কর্ণপাত করেনি এবং পদক্ষেপ গ্রহণ করে নি।”

কয়েকদিন আগেই আমরা এই পঙ্গপালের দলকে হানা দিতে দেখেছিলাম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে। যে সকল জায়গায় এইসকল পঙ্গপালের প্রকোপে কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতির সম্মুখীন হয়েছে। টাকার অঙ্কের হিসাবে সংখ্যাটা প্রায় আট হাজার কোটি টাকা। যদিও সেবার বাঁধ দেওয়া সম্ভব হওয়ায় হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হয়েছে। তবে এবার আবারও দুশ্চিন্তা বাড়িয়ে পঙ্গপালের দলের নতুন করে প্রকোপ শুরু হতে দেখা গেল রাজস্থানে।

তবে এবার রাজস্থান ছাড়াও আর কোন কোন রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে পঙ্গপালের?

গতবারের পঙ্গপালের প্রকোপের সময় রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের পাশাপাশি পঙ্গপালের দল পূর্বমুখী হওয়াই পশ্চিমবঙ্গ ও ওড়িশা এই দুই রাজ্যের ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে সে যাত্রায় রক্ষা পাওয়া যায়। আর এবার এই পঙ্গপালের দল দেশের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ার বিষয়ে লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর কেএল গুর্জর জানান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও গুজরাতে নতুন করে পঙ্গপাল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।