ফের দলের নেতাদের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন : বিগত কয়েক মাস ধরেই বেসুরো ছিলেন ডোমজুড়ের বিধায়ক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে বেসুরো হতেই লাগাম টানার চেষ্টা করেন দলের শীর্ষ নেতৃত্ব। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দু দফার বৈঠকের পর একদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কোনো জল্পনা কল্পনা নেই’।

কিন্তু তা কোথায় দীর্ঘস্থায়ী হলো! ফের একবার নতুন করে বেসুরো হতে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রবিবার ডোমজুড়ে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে দলের একাংশের বিরুদ্ধে নতুন করে ফোঁস করে ওঠেন তিনি।

তিনি বলেন, “আমার এক এক সময় খুব খারাপ লাগে। যারা শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম ভাঙ্গিয়ে খায়। অনেক এরকম নেতা এখন বাজারে বেরিয়েছে। শুধু কর্মীদের কথা বলে, শুধু কর্মীদের ব্যবহার করার জন্য। আর কাছে গেলে কি দুর্ব্যবহার করে। আমি সেই সমস্ত নেতাদের আজকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, যারা শুধু মনে করবেন কর্মীদের ভাবাবেগ নিয়ে খেলবেন, কর্মীরা তাদের কাছে রয়েছে বলে ভাববেন কর্মীরা আমার চাকর বাকর, তারা ওই কর্মীদের দাঁড়ায় ক্ষমতাচ্যুত হবেন।”

এর পরেই তাকে বলতে শোনা যায়, “অনেকে মানুষকে বোকা ভাবেন। অনেকে আমাদের তৃণমূল কর্মীদের বোকা ভাবেন। ভাবে শুধু এরা বারো মাস আমাদেরকে বাজার দোকান করার জন্য আছে। একটু সাইকেলে করে বা মোটরসাইকেলে করে কোথাও পৌঁছে দেবে তার জন্য আছে। বা আমার পরিবারের কিছু কাজ করে দেবে তার জন্য আছে। আমার এক এক সময় দুঃখ লাগে তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখে। ঝড় জল উপেক্ষা করে এই কর্মীরাই দিনের পর দিন এক দিগন্ত থেকে অন্য দিগন্তে মানুষের পাশে ছুটে যাচ্ছে।”

পাশাপাশি এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য রাখার সময় তৃণমূল কংগ্রেসকে এতোটুকু কৃতিত্ব দেননি তার কেরিয়ারের জন্য। বরং তিনি বলেন, “আজ আমি যা হয়েছি তা আপনাদের ভালোবাসাই এবং ডোমজুড়বাসীদের সমর্থনে। যতদিন রাজনীতি করবো বলে যাচ্ছি নিজেকে ঠকাবো কিন্তু আপনাদের ঠকাবো না।”

আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের নতুন করে এমন ফোঁস করে ওঠা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এর আগে একবার এই সমস্ত জল্পনার মাঝেই তিনি জানিয়েছিলেন ‘কোন জল্পনা-কল্পনা কিছু নেই’।