রাজনাথ সিং থেকে যোগী আদিত্যনাথ, বীরভূম সফরে একাধিক বিজেপির কেন্দ্রীয় নেতারা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাঢ়বঙ্গে বিজেপির রথযাত্রার সূচনা অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে বীরভূম জেলা বিজেপি নেতা কর্মীদের। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৯ই ফেব্রুয়ারি তারাপীঠ থেকে এই বিজেপির রথ যাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Advertisements

তবে শুধু জেপি নাড্ডাই নন, রাজনাথ সিং থেকে যোগী আদিত্যনাথের মত বিজেপির কেন্দ্রীয় নেতারা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই বীরভূমে আসতে চলেছেন এবং তাদের কর্মসূচির তালিকা রবিবার প্রকাশ করা হলো বিজেপির তরফ থেকে।

Advertisements

বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা এই কর্মসূচি সামনে এনেছেন। যাতে দেখা যাচ্ছে ঠিক ৯ ফেব্রুয়ারি জেপি নাড্ডার কর্মসূচির পরেই ১০ তারিখ মল্লারপুরের বটতলায় আসতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তথা কেন্দ্রীয় বিজেপি নেতা রাজনাথ সিং।

Advertisements

এর পরেই আবার ১২ তারিখ দুবরাজপুরে দলীয় কর্মসূচি নিয়ে হাজির হওয়ার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানির। সেদিন ওই সভায় উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ফেব্রুয়ারি মাসের ১২ তারিখের পর ১৩ তারিখ বীরভূমে আসতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দলীয় কর্মসূচি নিয়ে সভা করবেন লাভপুরের কীর্ণাহারে। এদিন এই সভায় থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আসন্ন বিধানসভা নির্বাচনের বাংলায় পদ্ম ফোটাতে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। আর সেই মত বেশ কয়েক মাস ধরেই একাধিক কেন্দ্রীয় নেতাদের রাজ্যে আগমণ ঘটছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একাধিক সভা করেছেন। অন্যদিকে রবিবার বিধানসভা নির্বাচনের আগে হলদিয়ায় প্রথম রাজনৈতিক সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এর পরেই ধীরে ধীরে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি প্রকাশ করতে শুরু করলো বিজেপি।

Advertisements