শক্তিমানেও অভিনয় করেছিলেন রাজু শ্রীবাস্তব, ফিরে দেখা সেই মুহূর্ত

নিজস্ব প্রতিবেদন : বুধবার সকালে চিরতরে চলে গেলেন দেশের অন্যতম বিশিষ্ট কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। দ্য লাফটার চ্যালেঞ্জ খ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব দীর্ঘ ৪২ দিন লড়াই করেও স্বাভাবিক জীবনে পা রাখতে পারলেন না। তার এইভাবে প্রয়াত হওয়া শোকোস্তব্ধ করেছে দেশের মানুষকে। দেশের মানুষ শোকোস্তব্ধ হওয়ার পাশাপাশি বারবার তার অভিনয় ফিরে দেখছেন।

রাজু শ্রীবাস্তব ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন কানপুরে। বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন এলাকার একজন খ্যাতনামা কবি। তিনি তার ছেলের নাম রেখেছিলেন সত্য প্রকাশ শ্রীবাস্তব। যদিও এলাকায় রাজু নামেই পরিচিত ছিলেন সত্য প্রকাশ। ছোটবেলা থেকেই পরিচিতদের নকল করে হাসানোর কারিগর হয়ে উঠেছিলেন তিনি। যে কোন মুহূর্তে রাজু শ্রীবাস্তব যে কাউকে হাসানোর ক্ষমতা রাখতেন।

পরে বলিউডের টানে কানপুর থেকে মুম্বাইয়ে পাড়ি দেন। সেখানে ১৯৮৮ সালে প্রথম তেজাব সিনেমায় ছোট্ট একটি অংশে অভিনয় করার সুযোগ পান। তারপর ধীরে ধীরে বলিউডের বিভিন্ন ছবিতে তিনি অভিনয় করেছেন। বলিউডের বিভিন্ন ছবিতে পার্শ্ব অভিনেতার চরিত্রে অভিনয় করলেও তার নাম ডাকছিল ছোট পর্দার হাস্যকৌতুক শিল্পী হিসাবেই। এই রাজু শ্রীবাস্তব নয়ের দশকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক শক্তিমানেও অভিনয় করেছেন।

শক্তিমান ধারাবাহিকে ধুরন্দর সিং-র চরিত্রে অভিনয় করেছিলেন রাজু শ্রীবাস্তব। সুপাহিরোর চরিত্রে শক্তিমান আজও নয়ের দশকের দর্শকের কাছে একটা নস্ট্যালজিয়া। সেই সময় এই শক্তিমান দেখেই বড় হয়েছেন বহু ছেলে-মেয়ে। তারা আজ যখন রাজু শ্রীবাস্তবের মৃত্যুর খবর শুনছেন তখন সেই শক্তিমানে রাজু শ্রীবাস্তবের অভিনয় হাতড়ে বেড়াচ্ছেন।

গত ফেব্রুয়ারি মাসেই শক্তিমান বড় পর্দায় প্রত্যাবর্তন করবে এমনই খবর জানা যায়। যদিও এখনো পর্যন্ত কবে তা বড়পর্দায় আসবে তা নিয়ে কোন দিনক্ষণ জানা যায়নি। এমত অবস্থায় শক্তিমান বড় পর্দায় ফিরলেও রাজু শ্রীবাস্তব আর তা দেখে যেতে পারলেন না এটাই এখন আপশোস তার অনুরাগীদের কাছে।