কোটি টাকার বাড়ি, লাখ টাকার গাড়ি! কি কি রেখে গেলেন রাজু শ্রীবাস্তব

নিজস্ব প্রতিবেদন : ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেছিলেন হাস্যকৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। সম্প্রতি ৪২ দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথম থেকেই তার শারীরিক অবস্থা খারাপ থাকলেও মাঝে পরিবার সূত্রে জানা যায় শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি। তবে এসবের মধ্যেই ৪২ দিনের লড়াই শেষে বুধবার সকালে তিনি প্রয়াত হন।

আটের দশকে কানপুর থেকে মুম্বাইয়ে এসে পায়ের ঘাম মাথায় ফেলে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন রাজু। ১৯৮৮ সালে তেজাব সিনেমায় ছোট্ট একটি অংশে অভিনয় করার প্রথম সুযোগ পেয়েছিলেন তিনি। এর আগে তার আর্থিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে তাকে অটোর স্টিয়ারিং পর্যন্ত ধরতে হয়েছিল।

তবে পরে তার ভাগ্যের চাকা ফিরে এবং তিনি তার স্ত্রী ও কন্যা সন্তানদের জন্য বিপুল পরিমাণ সম্পত্তি রেখে গেলেন। সঞ্চালনা, বিজ্ঞাপন, রিয়্যালিটি শো এবং স্টেজ শোর মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন রাজু শ্রীবাস্তব। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, তার মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটির বেশি।

কানপুরে তার পৈতৃক বাড়ি এবং সম্পত্তি থাকার পাশাপাশি মুম্বাইয়ের অন্ধেরি ওয়েস্টে বিলাসবহুল এক বাড়ি রয়েছে। জুহু এবং ভার্সোভা বিচ থেকে সামান্য দূরে অবস্থিত এই বাড়িটির মূল্য বর্তমানে সাত কোটি টাকার বেশি বলেই জানা যাচ্ছে। এই বাড়িটি তিনি দুর্দান্তভাবে সাজিয়ে তুলেছেন। আর্ট ইনস্টলেশন থেকে শুরু করে দামী দামী আসবাবপত্র দিয়ে এই বাড়ি সাজানো হয়েছে।

জীবনে মাথার ঘাম পায়ে ফেলে অটো চালিয়ে একজন এত বড় মাপের শিল্পী হয়ে ওঠা রাজু শ্রীবাস্তবের বাড়িতে রয়েছে Innova, Audi Q7, BMW 3 Series-এর গাড়ি। তার কাছে থাকা অডি গাড়িটির দাম ৮২ লক্ষ টাকা এবং bmw গাড়িটির দাম ৪৭ লক্ষ টাকা। বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে তিনি মাসে পাঁচ থেকে দশ লক্ষ টাকার রোজগার করতেন।