Raju Srivastava : রাজু শ্রীবাস্তবের এই সকল কমেডি, যেগুলি দেখে হেসে লুটোপুটি খেয়েছে দেশ

নিজস্ব প্রতিবেদন : স্টেজে দাঁড়ালে যাকে দেখে হাসি ফুটতো দর্শকদের মধ্যে তিনি হলেন রাজু শ্রীবাস্তব। তার এই প্রতিভার জন্য তাকে বলা হত হাসির জাদুকর। এই হাসির জাদুকর বুধবার দর্শকদের কাঁদিয়ে ৫৮ বছর বয়সে চলে গেলেন অন্য জগতে। গত আগস্ট মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর শারীরিক উন্নতি হলেও শেষ রক্ষা হলো না।

১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন কানপুরে। বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের বিখ্যাত কবি। তিনি তার ছেলের নাম রেখেছিলেন সত্য প্রকাশ শ্রীবাস্তব। তবে তিনি রাজু নামেই পরিচিতি লাভ করেন এবং সেই নামেই বিখ্যাত হন। ছোটবেলা থেকেই রাজু শ্রীবাস্তব চেনা মানুষদের নকল করতে পারতেন। যেকোনো উপায়ে যে কাউকে হাসিয়ে দেওয়ার ক্ষমতা ছিল তার। এই রাজু শ্রীবাস্তবের বেশ কিছু কমেডি যা দেশের মানুষকে হাসিয়ে লুটোপুটি খাওয়ানোর পাশাপাশি অমর হয়ে থাকবে।

রাজুর জনপ্রিয় চরিত্র গজোধরকে পাগলের মতো সকলে ভালোবাসতেন। গজোধরের চরিত্রে রাজু বাকিদের থেকে আলাদা ছিল। তার জন্য মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নেন তিনি। একটি অ্যাওয়ার্ড শো থেকে রাজুর একটি পারফরম্যান্স ভাইরাল হয়।

তার প্রতিটি হাস্যকৌতুক ভিডিও বছরের পর বছর ধরে দর্শকদের মনে আলাদা জায়গা করে রেখেছে। এই সকল হাস্যকৌতুক ভিডিও তাকে এনে দিয়েছে একের পর এক অ্যাওয়ার্ড। শুধু অ্যাওয়ার্ড এনে দেওয়া নয় মানুষের মনে জায়গা করে নেওয়া হলো তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

কানপুরে জন্মগ্রহণ করার পর বলিউডের টানে তিনি চলে আসেন মুম্বাই। তবে বেশ কয়েক বছর অপেক্ষা করার পর তিনি ছোট্ট একটি অংশে অভিনয় করার জন্য ১৯৮৮ সালে সুযোগ পান তেজাব সিনেমায়। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন।

এরপর থেকে একাধিক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি।

তবে তার সবচেয়ে বড় কেরামতি ছিল স্টেজ পারফর্মেন্সে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ শোয়ের রানার-আপ ছিলেন রাজু। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ-চ্যাম্পিয়নস’ শোয়ে ‘দ্য কিং অফ কমেডি’র খেতাব পেয়েছিল।