শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন রামপুরহাট বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বর্ণালী রুজ

প্রতিময় : এবছর ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা ‘শিক্ষারত্ন’ সম্মানে সম্মানিত হতে চলেছেন রামপুরহাট বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বর্ণালী রুজ। সেদিন তাঁকে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে।

তিনি শিক্ষকতা জীবনে শিক্ষার পাশাপাশি স্কুলের ছাত্রীদের নিয়ে তৈরি করেছেন কবাডি এবং ভলিবল দল, ছাত্রীদের সবসময় পড়াশোনা এবং খেলাধুলায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নানান সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত। এছাড়াও তিনি কবিতা, নাটক, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন, তাঁর লেখনীতে জীবনী ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকায়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য কর্মের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো, এই সমস্ত শিশুদের তিনি খেলাধুলা থেকে শুরু করে পড়াশুনায় এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে থাকেন, সব সময় পাশে থাকেন তাদের। তিনি এর আগেও বিভিন্ন সমস্যা থেকে অনেক পুরস্কার পেয়েছেন।

কমিশনার অফ স্কুল এডুকেশন ডঃ সৌমিত্র মোহনের পক্ষ থেকে শিক্ষিকা বর্ণালী রুজকে শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার খবর পত্র মারফৎ জানানো হয়েছে। আর এই খবরে স্বভাবতই খুশি তিনি।

তিনি বলেন, “এই পুরস্কার পাওয়ার সংবাদ শুনে নিঃসন্দেহে ভালো লাগছে। যেকোনো কাজের একটি স্বীকৃতি দেওয়া হয়, যে স্বীকৃতি মানুষকে কাজের অনুপ্রেরণা যোগায়। এই পুরস্কার আমি স্কুলের পড়ুয়াদের নিবেদন করতে চাই এবং তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যেন তারাও সামাজিক কাজে এগিয়ে আসে।”