বাদাম ট্রেন্ডে গা না ভাসিয়ে থাকা যায়, নতুনভাবে রানু গাইলেন কাঁচা বাদাম

শর্মিষ্ঠা চ্যাটার্জী : সারা নেটদুনিয়া এখন যে ট্রেন্ডে চলছে তাহলো বাদাম গান। বীরভূমের দুরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গান যে কতটা সাড়া ফেলেছে তা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সমস্ত সামাজিক মাধ্যম খুললেই স্পষ্ট হয়ে উঠছে। আর এই গানের স্রষ্টা ভুবন বাদ্যকর তো এখনও কোনো অংশে সেলিব্রিটির থেকে কম যাচ্ছেন না। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশেও সাড়া জাগিয়েছে তাঁর এই গান। গান শুনতে বাংলাদেশ থেকে ছুটে আসছেন মানুষ।

সমস্ত সামাজিক মাধ্যম মেতেছে এই গানের সাথে, কেউ এই গানের তালে কোমর দোলায় তো কেউ আবার গান ধরেছে কেউ কেউ মজাদার ভিডিও বানিয়ে ফেলেছেন। কিন্তু এবার এই গানের সুরে মেতে উঠতে দেখা গেলো আর এক পরিচিত মুখকে সেই রানাঘাটের রানু মণ্ডল। যে কিনা একসময় নেট দুনিয়া থেকে বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তাঁর গাওয়া গানের সৌজন্যে।

রানাঘাটের স্টেশনে ভিক্ষা করে ঘোরা রানু মণ্ডল একসময় তাঁর গানের জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন সবার কাছে। নিজের গানে মাতিয়ে তুলেছিলেন দর্শকদের। এমনকি বলিউডে হিমেশ রেশমিয়ার সাথে গানের রেকর্ডিং করতে পৌঁছে গিয়েছিলেন মুম্বই। কিন্তু বেশিদিন টেকেনি রানু মণ্ডলের সেই খ্যাতি। আবার সব খ্যাতি মলিন হয়ে আগের মত হয়ে যায়।

কিন্তু এখনও বারবার ক্যামেরায় উঠে আসেন রানু মণ্ডল। এর আগে বিখ্যাত গান ‘মানিকে মাগে হিতে’ তেও গলা মিলিয়েছিলেন রানু মণ্ডল। আর তিনি বাদাম ট্রেন্ডে গা না ভাসিয়ে থাকতে পারলেন না। নতুনভাবে তাঁর গলায় শোনা গেলো ‘বাদাম গান।’ তাঁর গাওয়া এই গানও এখন মাতিয়ে তুলেছে দর্শকদের।

অপরদিকে এই গানের গায়ক ভূবন বাদ্যকর আবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বলেও শোনা গেছে। নিজের প্রাপ্য সাম্মনিকের দাবিতে পুলিশের কাছে গিয়েছিলেন। তাঁর গাওয়া গানের মাধ্যমে অনেকে বিখ্যাত হয়ে গেলেও তিনি আসল স্রষ্টা হয়েও সবকিছু থেকে বঞ্চিত থেকে গিয়েছেন।