রানাঘাট স্টেশন থেকে বলিউড! হিমেশের হাত ধরে সিনেমায় প্লে ব্যাক রানুর

নিজস্ব প্রতিবেদন : লতা মঙ্গেশকরের “প্যার কা নাগমা” গানটি গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটি হয়ে উঠেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর গান শুনে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন নেট দুনিয়ার নেটিজনেরা। তিনি নদীয়ার রানাঘাটের ভবঘুরে লতাকন্ঠী রানু মন্ডল। তার গাওয়া গান নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর ভাগ্যের বদল শুরু। মুম্বাই থেকে ডাক আসে গান গাওয়ার জন্য। ইতিমধ্যেই তিনি একটি দুর্গা পুজো কমিটির থিম সং গেয়েছেন। আর এবার সরাসরি বলিউডে প্লেব্যাক করলেন ভবঘুরে ভিখারিনী রানু মন্ডল।

‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি গান’ রেকর্ড করলেন রানু মন্ডল। বৃহস্পতিবার রাতে সেই গানের ছোট্ট অংশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হিমেশ রেশমিয়া শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গান রেকর্ড করছেন রানু মন্ডল। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই আবার ভাইরাল হয়ে পরে ভিডিওটি। দু লক্ষের বেশি মানুষ গানটি শুনে নিয়েছেন ইতিমধ্যেই।

রানুকে দিয়ে গান রেকর্ড করানোর পর হিমেশ রেশমিয়া বলেছেন, “সালমান খানের বাবা সেলিম খান আমাকে একবার বলেছিলেন জীবনে যখনই কখনো প্রতিভাবানের খোঁজ পাবে তার প্রতিভা বিকাশের জন্য সাহায্য করবে।” নেটিজেনদের বক্তব্য, রানুকে দিয়ে এই গান রেকর্ড করিয়ে সলমন খানের বাবার উপদেশ সদ্ব্যবহার করলেন হিমেশ রেশমিয়া।

‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবিটি মুক্তি পাবে আর মাত্র কয়েক মাস পরেই। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা সালমান খান। ছবির প্রযোজক হিমেশ রেশমিয়া নিজেও এই ছবিতে একটা চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ছবির সংগীত পরিচালকও হিমেশ রেশমিয়া নিজেই।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডলের গাওয়া গান ভাইরাল হবার পর সেই গান শুনে মুগ্ধ হয়েছিলেন হিমেশ। তারপর তিনি একটি জনপ্রিয় রিয়েলিটি শো সুপারস্টার সিঙ্গারের মঞ্চে রানুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে নিজের একটা সিনেমায় গান রেকর্ড করাবেন। গাওয়ালেনও। কথা দিয়ে কথা রাখলেন।

রানু মন্ডলের গলায় সুর ছিল, তার ছিলনা কোনো রেওয়াজ, ছিলনা কোন প্রকারের অনুশীলন। তবে সেই সুরকে পাথেয় করে নিয়ে পথ চলা। গান শুনে শুনে মনে রাখতেন তিনি। গেয়ে ফেলতেন অনর্গল। সেই গান শুনে মুগ্ধ আট থেকে আশি। তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি তার গান এভাবে সবাইকে মুগ্ধ করবে। তবে তার ভাগ্যে হয়তো লেখা ছিল।

রানাঘাট স্টেশনে যাত্রীদের অনুরোধে রানু মন্ডল গান গাইতেন লতা মঙ্গেশকরের কন্ঠের গান। ফেসবুকে তার গাওয়া গান ভাইরাল হওয়ার পর কলকাতা, মুম্বাই, কেরল এমনকি বাংলাদেশ থেকেও তার গান গাওয়ার ডাক এসেছে। মুম্বাইয়ের একটি রিয়েলিটি শোতে গান গাওয়ার ডাকও পেয়েছিলেন তিনিম কিন্তু পরিচয়পত্র না থাকায় সমস্যা হয়।

মুম্বাইয়ের বাবুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল রানাঘাটের এই রানু মন্ডলের। কিন্তু স্বামী মারা যাওয়ার পর তিনি আর সেখানে থাকেন ফিরে এসেছিলেন রানাঘাটে। তারপর রেলস্টেশনে ঘুরে ঘুরে গাইতেন গান।