বিজ্ঞাপন

রানু মন্ডলের গলায় মুক্তি পেলো ‘আশিকী মেঁ তেরি ২.০’, ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদন : ‘তেরি মেরি কাহানি’-র রোম্যান্টিক মেলোডির পর এবার হিমেশ রেশমিয়ার সুরে মুক্তি পেল রানু মন্ডলের গাওয়া ‘আশিকী মেঁ তেরি ২.০’ গানটি।

বিজ্ঞাপন

১৪ই নভেম্বর গানটি টিপসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে আসার পর তরতরিয়ে বাড়ছে ভিউ। এখনো পর্যন্ত গানটির ভিউ সংখ্যা দাঁড়িয়েছে আড়াই লক্ষের কাছাকাছি। হিমেশ অভিনীত ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমায় দেখা যাবে এই গানটি।

বিজ্ঞাপন

২০০৬ সালের হিমেশ রেশমিয়ার ‘আশিকী মেঁ তেরি’ গানটি সুপারহিট হয়েছিল। আর এবারের গানটি ওই গানটির দ্বিতীয়বার ভার্সেন। রানু মন্ডল এই গানটি যখন স্টুডিওতে রেকর্ড করছিলেন সেই মুহূর্তের ছোট্ট এক টুকরো ঝলক হিমেশ রেশমিয়া তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। আর এবার সেই গানের সম্পূর্ণ অংশ প্রকাশ পেল ইউটিউবে। ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ছবিটি মুক্তি পাচ্ছে ২০২০ সালের ৩রা জানুয়ারি।

‘তেরি মেরি কাহানি’র মতোই এই গানের মূল গলায় রয়েছেন হিমেশ রেশমিয়া। আর তাঁর সাথে সঙ্গ দিয়েছেন রানু মন্ডল।