২০ এপ্রিল বিরল হাইব্রিড সূর্যগ্রহণ, জেনে নিন কোথায় কোন সময় দেখা যাবে

নিজস্ব প্রতিবেদন : মহাবিশ্বের অনবরত বিভিন্ন ধরনের মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে। তবে সব মহাজগতিক ঘটনা চাক্ষুষ করার সুযোগ হয়ে ওঠেনা মানবজাতির। যে সকল মহাজাগতিক ঘটনা সরাসরি পৃথিবীর বাসিন্দারা দেখতে পান তার মধ্যে রয়েছে চন্দ্রগ্রহণ (Lunar eclipse), সূর্যগ্রহণ (Solar eclipse) সহ আরও কিছু। সেরকমই ২০ এপ্রিল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব।

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ এপ্রিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণেই রয়েছে একাধিক চমক। এই সকল চমক সম্পর্কে জানতে আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আগ্রহ বাড়ছে ভারত থেকে এই সূর্য গ্রহণ দেখা যাবে কিনা তা নিয়েও। আর যদি দেখাও যায় তা কখন দেখা যাবে ইত্যাদি নিয়ে কৌতূহলের শেষ নেই!

এই বছরের প্রথম যে সূর্যগ্রহণ রয়েছে সেই সূর্যগ্রহণকে বিজ্ঞানীরা হাইব্রিড সূর্যগ্রহণ (Hybrid Solar Eclipse) বলছেন। এই ধরনের সূর্য গ্রহণ ১০০ বছরে একবার হয়ে থাকে এমনটাই দাবী করা হচ্ছে বিজ্ঞানীদের তরফ থেকে। আসলে হাইব্রিড সূর্য গ্রহণ হলো আংশিক ও বৃত্তাকার সূর্যগ্রহণের মিশ্রণ। এই ধরনের সূর্যগ্রহণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব খুব বেশিও থাকে না আবার কমও থাকে না।

এমন হাইব্রিড সূর্যগ্রহণ বিরল মহাজাগতিক ঘটনা বলেই জানা যাচ্ছে। এই ধরনের সূর্যগ্রহণের সময় সূর্য কয়েক সেকেন্ডের জন্য একটি বলয়ের মতো আকৃতি তৈরি করে। যেটিকে আগুনের বলয় বলা হয়ে থাকে। যখন এক সরলরেখায় সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে এতে হাজির হয় সেই সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বা হাইব্রিড সূর্যগ্রহণ হয়ে থাকে।

এমন বিরল হাইব্রিড সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় ভোর ৩টে বেজে ৩৪ মিনিটে। সর্বোচ্চ অবস্থায় পৌঁছবে ৪টে ২৯ মিনিটে। গ্রহণ চলবে ৬টা ৩২ মিনিট পর্যন্ত। সুতরাং ভারত থেকে এই বিরল সূর্যগ্রহণ দেখা সম্ভব নয়। তবে এই সূর্য গ্রহণ দেখা যাবে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা থেকে। কম্বোডিয়া, চিন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, সলোমন, বেরুনী, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্সের বাসিন্দারা এমন বিরল হাইব্রিড সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন।