রথের সময় পুরী যাওয়ার সুবর্ণ সুযোগ, ৪টি স্পেশাল ট্রেন দিল ভারতীয় রেল

নিজস্ব প্রতিবেদন : জগন্নাথ ধাম পুরীর সঙ্গে বাঙ্গালীদের অঙ্গাঅঙ্গি সম্পর্ক। ওড়িশার পুরিতে যে সকল পর্যটকদের দেখা মেলে তাদের অধিকাংশই বাঙালি। অন্যদিকে সামনে যখন রথযাত্রা, সেই সময়ে অনেকেই পুরী যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন। এবার সেই সকল ভক্তদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। রথের সময় পুরী যাওয়ার জন্য ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে শালিমার থেকে পুরী পর্যন্ত দু’জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১) ০২৮২৭ শালিমার থেকে পুরী রথ স্পেশাল ট্রেনটি আগামী ২৯ জুন রাত ৯ টা ৪০ মিনিটে শালিমার থেকে ছাড়বে। পর দিন সকাল ৭ টায় পুরীতে পৌঁছাবে।

২) ০২৮২৮ পুরী থেকে শালিমার রথ স্পেশাল ট্রেনটি ফিরতি পথে ৩০ জুন রাত ১১ টা ৫ মিনিটে পুরী থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৯ টা ৩০ মিনিটে শালিমারে এসে পৌঁছাবে।

এই দুটি ট্রেনে রয়েছে একটি এসি টু টিয়ার, দুটি এসি থ্রি টিয়ার, ১১ টি স্লিপার ক্লাস এবং ৬ টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ।

৩) ০২৮৩৭ শালিমার থেকে পুরী রথ স্পেশাল ট্রেনটি ২৯ জুন দুপুর ১ টা ৪৫ মিনিটে শালিমার থেকে ছাড়বে এবং সেদিন রাত ১০ টা ৩০ মিনিটে পুরীতে পৌঁছাবে।

৪) ০২৮৩৮ পুরী থেকে শালিমার রথ স্পেশাল ট্রেনটি ফিরতি পথে ৩০ জুন ভোর ৫ টা ৩০ মিনিটে পুরী থেকে ছাড়বে এবং দুপুর ২ টো ৫০ মিনিটে শালিমার পৌঁছাবে। এই ট্রেন দুটিতে দুটি এসি চেয়ার কার, দুটি ১২টি চেয়ার কার এবং দুটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।