কোন রেশন কার্ডে মাসে কত মাল পাওয়া যায়, ঠকার আগেই জেনে নিন

নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ড হলো প্রতিটি নাগরিকের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ কার্ড। এই রেশন কার্ডের মাধ্যমে প্রতিমাসে উপভোক্তারা নির্ধারিত পরিমাণ অনুযায়ী বিনামূল্যে অথবা ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। গুরুত্বপূর্ণ এই পরিষেবার ক্ষেত্রেও বিভিন্ন সময় ঠকানোর অভিযোগ ওঠে। এবার ঠকার আগে জেনে নিন কোন রেশন কার্ডে মাসে কত মাল পাওয়া যায়।

আমাদের রাজ্যের মূলত ৫ ধরনের রেশন কার্ড রয়েছে। ৫ ধরনের এই রেশন কার্ড হল AAY, SPHH, PHH, RKSY-I, RKSY-II। এছাড়াও এলাকাভিত্তিতে আরও বেশ কিছু সুবিধা দেওয়া হয়ে থাকে রেশন প্যাকেজে। যেমন জঙ্গল মহল স্পেশাল প্যাকেজ, হিল স্পেশাল প্যাকেজ, চা বাগান স্পেশাল প্যাকেজ, টোটো জনজাতির স্পেশাল প্যাকেজ, আইলা প্যাকেজ, সিঙ্গুর প্যাকেজ। এই প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রে কি পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয় চলুন দেখে নেওয়া যাক তার তালিকা। এই রেশন সামগ্রী বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় থাকে।

AAY রেশন কার্ড : প্রতি মাসে পরিবার পিছু ২১ কেজি চাল ও ১৩ কেজি ৩০০ গ্রাম আটা দেওয়া হয়। আটার পরিবর্তে গম দেওয়া হলে ১৪ কেজি। এখন AAY রেশন কার্ডের জন্য অতিরিক্ত ৫ কেজি খাদ্যশস্যও দেওয়া হচ্ছে। প্রতি মাসে পরিবার প্রতি ১ কেজি চিনি।

SPHH রেশন কার্ড : প্রতি মাসে প্রতিটি SPHH রেশন কার্ডের জন্য মাথাপিছু ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা দেওয়া হয়। গম দেওয়া হলে ২ কেজি। এখন প্রতি SPHH রেশন কার্ডের জন্য অতিরিক্ত ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হচ্ছে।

PHH রেশন কার্ড : প্রতি মাসে প্রতি PHH রেশন কার্ড হোল্ডারের জন্য ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা দেওয়া হয়। আটার পরিবর্তে গম দেওয়া হলে ২ কেজি। বর্তমানে কার্ড প্রতি অতিরিক্ত ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হচ্ছে।

RKSY-I রেশন কার্ড : প্রতি মাসে প্রতিটি রেশন কার্ডের জন্য দেওয়া হয় ২ কেজি চাল ও ৩ কেজি গম।

RKSY-II রেশন কার্ড : প্রতি মাসে প্রতিটি রেশন কার্ডের জন্য ১ কেজি চাল ও ১ কেজি গম দেওয়া হয়।

জঙ্গলমহল স্পেশাল প্যাকেজ : এই প্যাকেজের আওতায় যদি পরিবারের সদস্য সংখ্যা ৩ বা তিনের কম হয় তবে প্রতি মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য পাবেন। পরিবারের সদস্য সংখ্যা ৩ এর বেশি হয় তাহলে মাথাপিছু ১১ কেজি করে অতিরিক্ত খাদ্য শস্য পাবেন।

হিল স্পেশাল প্যাকেজ : জঙ্গলমহল স্পেশাল প্যাকেজের মতোই খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে।

চা বাগান স্পেশাল প্যাকেজ : ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়ে থাকে প্রতি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে।

টোটো জনজাতি স্পেশাল প্যাকেজ : তাদের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডে বরাদ্দ খাদ্য সামগ্রী ছাড়াও সদস্য প্রতি ১১ কেজি খাদ্য সামগ্রী দেওয়া হয় বিনামূল্যে।

আইলা প্যাকেজ : আইলা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে তাদের রেশন কার্ডের জন্য খাদ্য সামগ্রী ছাড়াও অতিরিক্ত ১৬ কেজি চাল দেওয়া হয়ে থাকে বিনামূল্যে।

সিঙ্গুর প্যাকেজ : অনিচ্ছুক কৃষকদের রেশন কার্ডের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী ছাড়াও ১৬ কেজি করে চাল দেওয়া হয়।