সুপারম্যানের মত দশকের সেরা ক্যাচ ধরলেন রবীন্দ্র জাদেজা

নিজস্ব প্রতিবেদন : রবীন্দ্র জাদেজা, নামটা প্রত্যেকটি ভারতীয়রা কাছেই ভীষন চেনা।তিনি ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার খেলোয়াড়। বাঁ হাতি মিডল অর্ডার ব্যটসম্যান হওয়ার সাথে সাথেই তিনি এখন স্লো বাঁ হাতি অর্থোডক্স বোলার। শুধু তাই নয়, ফিল্ডিংয়ের ক্ষেত্রেও যে তিনি অসাধারণ তা আবারও প্রমাণ করলেন।

রবিবার ক্রাইস্টচার্চের বাইশ গজে নেইল ওয়াগনারের ক্যাচটা লাফিয়ে রীতিমত শূন্যে উঠে বাঁ হাতে তিনি যেভাবে লুফে নিল তা দেখে রীতিমত মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। নেটিজেনদের মধ্যে দ্রুত ছড়িয়ে গেছে সেই ক্যাচ ধরার ক্লিপ। তাঁর প্রশংসায় এখন পঞ্চমুখ তারা। অনেকেরই মতে এটিই এই দশকের সেরা ক্যাচ। অনেকেই সেটিকে অবিশ্বাস্য ক্যাচ বলে আখ্যা দিয়েছেন।

জাদেজা তখন স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন সেই সময়ই মহম্মদ শামির শর্ট পিচ বল লেগ সাইডের দিকে পুল করেন ওয়াগনার। বল জাদেজার দিকে আসার পরই কিছুটা পিছিয়ে গিয়ে রীতিমত শূন্যে উঠে বা হাতে লুফে নিলেন ক্যাচটা। ব্যাস! তার সেই অসাধারণ কাছেই আউট ওয়াগনার। ফলস্বরূপ, ওয়াগনার ও জেমিসনের ৫১ রানের পার্টনারশিপের সমাপ্তি ঘটে সেখানেই।

ওয়াগনার মোট ৪১ বলে ২১ রান করেন। সেইদিনই আরও একটা ক্যাচ ধরে ওয়াটলিংককেও প্যাভিলিয়নে পাঠান তিনি। সেই ক্যাচটিও ছিল অসাধারণ। কিন্তু ওয়াগনারকে আউট করার ক্যাচটি রীতিমত চক্ষু ছানাবড়া করে দেয় দর্শকদের। আর কি? সোশ্যাল মিডিয়ার যুগে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় তার এই কীর্তি।

প্রথম ইনিংসে ভারতীয় দলের দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে নুইয়ে পরে নিউজিল্যান্ডের ব্যাটিং টিম। এই বিষয় অবশ্য বিশেষ প্রশংসার দাবিদার রবীন্দ্র জাদেজা। বোলিংয়ের ক্ষেত্রেও বাজিমাত করেছে ভারতীয় দল। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে আবারও দর্শকদের ফের হতাশ করলো ভারতীয় দল। ১২৪ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। আর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে তাদের টার্গেট ১৩২ রান তুলে নেয় ৩ উইকেটের বিনিময়ে। তবে ফলাফল যাই হোক, রবীন্দ্র জাদেজার এই ক্যাচটি যে সহজে সোশ্যাল মিডিয়ার ভাইরাল প্ল্যাটফর্ম থেকে সরবে না তা বলাই যায়।