ক্রেডিট কার্ডের সঙ্গে করা যাবে UPI লিঙ্ক, আসছে নয়া ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত মাসে বাড়িয়েছিল রেপো রেট। গত মাসে রেপো রেট বৃদ্ধি করার পর চলতি মাসে ৮ জুন নতুন করে রেপো রেট বৃদ্ধি করে। বাজারের মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরপর দুই ধাপে রেপো রেট বৃদ্ধি পায় ৯০ বেসিস পয়েন্ট। এই রেপো রেট বৃদ্ধি পাওয়ার কারণে এখন রেপো রেট দাঁড়িয়েছে ৪.৯০ শতাংশে।

রেপো রেট বৃদ্ধি পাওয়ার ফলে এর প্রভাব পড়বে আমজনতার দৈনন্দিন জীবনে। প্রথম ধাপে রেপো রেট বৃদ্ধি করার পর দেখা যায় অধিকাংশ ব্যাংক তাদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করে। স্থায়ী আমানতের ক্ষেত্রে যেমন সুদের হার বৃদ্ধি পায়, ঠিক তেমনি আবার ঋণের ক্ষেত্রেও সুদের হার বৃদ্ধি পায়। তবে এবার রেপো রেট বৃদ্ধি করার পর দেশের ব্যাঙ্কগুলি এমন কোনো সিদ্ধান্ত নেয় কিনা তা দেখার বিষয়।

বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট বৃদ্ধি করার ঘোষণা করার পাশাপাশি আরও বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় ঘোষণা করেছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো ক্রেডিট কার্ডের সঙ্গে UPI লিঙ্ক। এর ফলে ইউপিআই অ্যাপ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করা যাবে।

এযাবত যে নিয়ম রয়েছে তাতে ইউপিআই অ্যাপ থেকে পেমেন্ট করার জন্য সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্টের ব্যবহার হয়ে থাকে। পেমেন্ট করার জন্য ইউপিআই অ্যাপের সঙ্গে এই সকল অ্যাকাউন্টের লিঙ্ক করার জন্য প্রয়োজন হয় ডেবিট কার্ডের। কিন্তু এবার ক্রেডিট কার্ড লিঙ্ক করার ব্যবস্থা এলে পেমেন্ট আরও সুবিধাজনক হবে।

ইউপিআই অ্যাপের সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার যে চিন্তাভাবনা করছে এই কেন্দ্রীয় ব্যাংক তা সম্পর্কে তাদের বিবৃতি, “রুপে ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে এই পরিষেবা শুরু হতে চলেছে। ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনের পথকে আরও সহজ করতেই এই পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে গেলেই এই পরিষেবা চালু করা যাবে।”