ATM থেকে টাকা তোলার নিয়মে আসছে বদল, ঘোষণা RBI-এর

নিজস্ব প্রতিবেদন : ATM থেকে টাকা তোলার নিয়মে একাধিক বদল আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী কয়েক মাসের মধ্যেই এই রদবদল কার্যকর হবে বলে জানা যাচ্ছে। নিয়মে বদল বলতে টাকা তোলার ক্ষেত্রে পরিষেবার চার্জে রদবদল আনা হচ্ছে।

১) ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে চার্জ বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের একাধিক ব্যাঙ্ককে এই চার্জ বৃদ্ধির অনুমতি দিয়েছে। তবে এই চার্জ কতটা বাড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। যে কারণে সংশয় রয়েছে চার্জ বৃদ্ধি নিয়ে।

২) আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের লেনদেন পিছু খরচ বেড়ে দাঁড়াবে ২১ টাকা। যা এযাবৎ রয়েছে ২০ টাকা। অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে ১ টাকা বৃদ্ধি পেতে চলেছে। আর এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ATM থেকে টাকা তোলার চার্জ বাড়ানোর কথা ঘোষণা করেছে।

৩) গ্রাহকরা প্রতিমাসে নিজের ও অন্যের ব্যাঙ্কের ATM ছাড়া অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলায় ৫টি লেনদেন পাবেন বিনামূল্যে। অর্থাৎ ১০টি লেনদেন করা যাবে বিনামূল্যে। এরপর চার্জ বসানো হবে।

৪) কোন একজন গ্রাহক নিজের ব্যাঙ্কের ATM ছাড়া অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলার সময় Interchange Fee কাটা হয় তা আগামী দিনে বাড়তে চলেছে। টাকা তোলার ক্ষেত্রে এই চার্জ ছিল ১৫ টাকা, তা আগামী দিনে হতে চলেছে ১৭ টাকা এবং ব্যালেন্স দেখা অথবা অন্যান্য ক্ষেত্রে চার্জ ছিল ৫ টাকা, তা হতে চলেছে ৬ টাকা।