মধ্যবিত্তদের জন্য সুখবর, ৩ মাসের EMI পিছিয়ে দিল RBI

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করেছে করোনা। আবার এই করোনা ঠেকাতে ভারত সরকারের তরফ থেকে ২১ দিনের জন্য লকডাউন ডাকা হয়েছে দেশজুড়ে। নিজেদের প্রাণ বাঁচাতে সবাই বেছে নিয়েছেন নিজেদের ঘরকে। বাইরে বের হলেই বিপদ। এমত অবস্থায় রোজগার নেই কোটি কোটি মানুষের। বন্ধ ব্যবসা-বাণিজ্য, বন্ধ কাজ। যতটুকু চলছে তা সঞ্চয় থেকেই। এর মধ্যেই আবার উপরি চাপ রয়েছে EMI। তবে এই EMI নিয়ে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে দাওয়াই দিয়েছে তাতে খুশির হাওয়া বইছে মধ্যবিত্ত পরিবারে।

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়, আপাতত আগামী তিন মাস ইএমআই দিতে হবে না। অর্থাৎ বাড়ি, গাড়ি, ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে থাকলে যে সহজ কিস্তি দিতে হয় তা আগামী তিন মাস দিতে হবে না গ্রাহকদের। আগামী তিন মাসের পর এই কিস্তি মেটাতে হবে। আবার অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট কমিয়ে দেওয়ায় সুদের হার কমবে বলেও মনে করা হচ্ছে।

এই সুবিধা পাওয়া যাবে সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থা, গ্রামীণ ব্যাঙ্কের গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের ঘোষণা অনুযায়ী, যে সকল গ্রাহকদের ইনস্টলমেন্ট পেমেন্ট বাকি রয়েছে ১লা মার্চের হিসাবে তা তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘোষণার পরেই অনেক গ্রাহকদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি ক্রেডিট কার্ডের ইএমআই দিতে হবে না?

এ বিষয়ে জেনে রাখা ভালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে তাতে তারা জানিয়েছে এই সুবিধা পাওয়া যাবে কেবলমাত্র টার্ম লোনের ক্ষেত্রে। আর ক্রেডিট কার্ড যেহেতু টার্ম লোন নয় সেহেতু তার টাকা গ্রাহকদের অবশ্যই সঠিক সময়ে পরিশোধ করতে হবে। তবে যারা টার্ম লোন নিয়ে টিভি, ফ্রিজ, মোবাইল ইত্যাদি কিনেছেন তাদের জন্য অবশ্যই স্বস্তির খবর রিজার্ভ ব্যাঙ্কের এমন ঘোষণায়। আগামী তিন মাস এই সকল গ্রাহকদের কোনরকম ইএমআই বা লোন দিতে হবে না।