সহজ হল ইলেকট্রিক বিল থেকে লোনের ইএমআই, নয়া সিদ্ধান্ত নিল RBI

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে দেশের একটি বড় সংখ্যার মানুষ আর্থিক লেনদেন করছেন ডিজিটাল পদ্ধতিকে অবলম্বন করে। এই সকল মানুষেরা এখন আর ইলেকট্রিক বিল অথবা লোনের ইএমআই দেওয়ার জন্য অফিসে অফিসে ঘুরে বেড়ান না। নিজেদের ফোন থেকে এক ক্লিকেই এই সকল প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে দেন।

তবে এই সকল লেনদেনের সময় নানান ধরনের প্রতারণার ঘটনাও সামনে আসার পরিপ্রেক্ষিতে মাস কয়েক আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল। মূলত বিধি-নিষেধ জারি করা হয়েছিল সাবস্ক্রিপশন টাইপ পেমেন্টের ক্ষেত্রে। বিধিনিষেধ বলতে উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং সেই উর্ধ্বসীমার উপরে পেমেন্ট করার ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক করেছিল। এবার সে ক্ষেত্রে আরও ছাড় দিলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, কার্ড ও UPI-এর মাধ্যমে করা রেকারিং ই-পেমেন্টের আর্থিক সীমা ৫০০০ থেকে বাড়িয়ে ১৫০০০ করার। ২০২১-এর আগে এই সীমা ছিল মাত্র ২০০০ টাকা। নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্ম, মোবাইল বিল পেমেন্ট, গ্যাসের বুকিং, ইলেকট্রিসিটির বুকিংয়ে অটো ই-পেমেন্ট, যেগুলি ডেবিট, ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে করা তাদের রেকারিং পেমেন্ট বলা হয়ে থাকে।

এই রেকর্ডিং পেমেন্ট এমন এক ধরনের আর্থিক লেনদেন যা বার বার করা যায় বা করা হয়ে থাকে। এই পেমেন্টেরই মেয়াদ এবার ৫০০০ থেকে বাড়িয়ে করা হলো ১৫০০০ টাকা। এর ফলে সুবিধা হবে সেই সকল গ্রাহকদের যাদের ৫০০০ টাকার বেশি রেকারিং পেমেন্ট হিসাবে কাটা হয়ে থাকে। এবার তাদের এই টাকার নির্ঝঞ্ঝাট ভাবে অটো পেমেন্ট হয়ে যাবে।

বর্তমানে সবক্ষেত্রেই যখন ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের হাতে সময় খুব কম হয়ে দাঁড়াচ্ছে সেই সময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন সিদ্ধান্ত সুদূর প্রসারী বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।