যে ৫টি কারণে বিরাটদের বিরুদ্ধে দাপট দেখাতে পারে KKR

নিজস্ব প্রতিবেদন : আইপিএলের ২৮ তম ম্যাচে সোমবার RCB-এর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে KKR। এই ম্যাচে যে ৫টি কারণে বিরাটদের বিরুদ্ধে এদিনের ম্যাচে দাপট দেখাতে পারে KKR।

১) শেষ ম্যাচে KKR-এর বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্স। যে পারফরম্যান্স বাজিমাত করেছে ম্যাচটিতে। পাঞ্জাবের বিরুদ্ধে ১৬৪ রান করেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় KKR। আজকের ম্যাচেও তাদের আশা বোলাররা ভালো পারফরম্যান্স দেখাবেন।

২) প্রথমদিকে ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট ফর্মে না থাকলেও ধীরে ধীরে তিনি ফর্মে পেরেছেন। তবে এই বিরাটকে প্র্যাভিলনে ফেরাতে KKR-এর ভরসা প্যাট কামিন্স। অফ স্টাম্পের বাইরে চ্যানেল বল করে বিরাটকে দ্রুত প্র্যাভিলনে খেলানোর কাজটি করতে পারেন প্যাট কামিন্স।

৩) KKR-এর ওপেনিং জুটির শুভমন গিল ভালো ফর্মে রয়েছেন। অন্যদিকে রাহুল ত্রিপাঠীর ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে। তিনি ব্যাঙ্গালোরের বিরুধ্যে পাঁচ ম্যাচে ১৯৬ রান করেছেন। আর গড় ৯৮।

৪) ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতার স্পিনাররা বাজিমাত করতে পারেন। সুনীল নারিনের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়লেও তার খেলার সম্ভাবনা অনেকটাই। আর সুনীল নারিন ফেললে তার স্বাদ দিতে পারেন বরুণ চক্রবর্তী। কারণ গত ম্যাচেই শারজার পিচ স্লো হয়ে গেছে।

৫) প্রথম ম্যাচ থেকেই KKR-এর বিপদের সময়ে কেউ না কেউ এগিয়ে এসে দলকে নেতৃত্ব দিচ্ছেন। যে কারণে কমলা অথবা বেগুনি ক্যাপের তালিকায় কোন খেলোয়াড় না থাকলেও লীগ টেবিলে KKR তিন নম্বরে রয়েছে।