মাসে মাসে রিচার্জের দিন শেষ, BSNL-এর এই প্ল্যানে বছরভর সব ফ্রী

এখন মোবাইল রিচার্জ মানেই খরচ। আর রিচার্জ না করেও মানুষ থাকতে পারবেনা। বর্তমানে যে টেলিকম কোম্পানিরই আপনি গ্রাহক হন না কেন, প্রতি মাসে মোটা টাকা খরচ করতে হয় রিচার্জের জন্য। তবে আপনি যদি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) -এর একজন গ্রাহক হন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে।

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) -এর প্ল্যানগুলির দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আর সেই দিক থেকে দেখতে গেলে, বাকি টেলিকম কোম্পানিগুলি বেশ কিছুটা কম দামে বেশি দিনের বৈধতা সহ প্ল্যান অফার করে। আপনি যদি বিএসএনএল (BSNL) -এর ৭৯৭ টাকার প্রি-পেইড প্ল্যানটি দেখেন, আগে যেখানে এটিতে ৩৬৫ দিনের বৈধতা দিত, এখন সেখানে ৬৫ দিনের কম বৈধতা দিচ্ছে। এছাড়াও, BSNL তার ১০৭ টাকা, ১৯৭ টাকা, ৩৭৯ টাকার প্ল্যানেও বৈধতা কিছু দিন করে কম করেছে।

বিএসএনএল (BSNL) -এর ৭৯৭ টাকার প্রি-পেইড প্ল্যানটিতে বর্তমানে ৩০০ দিনের বৈধতা দেওয়া হচ্ছে। আগে কোম্পানি এই প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা অফার করত। বিএসএনএল (BSNL) -এর এই প্ল্যানে আপনি প্রতিদিন ২GB ডেটা পেয়ে যাবেন। যদিও এই ডেটা শুধুমাত্র প্রথম ৬০ দিনের জন্য পাওয়া যাবে। এছাড়াও, প্রথম ৬০ দিনের জন্য প্রতিদিন আনলিমিটেড কলিং এবং ১০০ টি মেসেজও দেওয়া হচ্ছে।

তবে এই সুবিধার সঙ্গে সঙ্গে এই প্ল্যানের একটি অসুবিধাও রয়েছে। এই প্ল্যানে ৩০০ দিনের জন্য বিনামূল্যে আউটগোয়িং পাওয়া যায় না। আপনি যদি ৬০ দিন পরে বিনামূল্যে কল করতে চান, তবে আপনাকে রিচার্জ করতে হবে। বিএসএনএল (BSNL) -এর ৭৯৭ টাকার প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল আপনার সিমটিতে এই অফারটি ৩০০ দিনের জন্য ভ্যালিড থাকবে। তাই আপনি আপনার সুবিধে মতো এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি, সস্তার একগুচ্ছ প্ল্যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল (BSNL)। কোম্পানির দাবি অনুযায়ী, সস্তার রিচার্জ প্ল্যানগুলি থেকে বিশেষ কিছু লাভ হচ্ছিল না তাদের। তাই সেই সমস্ত প্ল্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। দেশে যখন 5G-র রমরমা, তখন বিএসএনএল (BSNL) 3G-তেই পড়ে রয়েছে। 4G লঞ্চের তারিখ বারবার পিছিয়েছে। চলতি বছরের প্রথমার্ধে 4G আনার প্রতিশ্রুতি দিলেও তা রাখতে পারেনি বিএসএনএল (BSNL)। ফলে সেখানে তাদের প্ল্যানের দাম এভাবে প্রতিনিয়ত বাড়িয়ে যাওয়া তাদের কাছে কতটা লাভজনক হবে, সেটাই দেখার।