রেড রোডে শুরু হলো পুজো কার্নিভাল ২০১৯

নিজস্ব প্রতিবেদন : মণ্ডপে মণ্ডপে থিম, অভিনবত্বের বিচারে সেরার লড়াইয়ের পর এবার একদম শেষ প্রহরে সেই লড়াই চলে এসে পৌঁছালো রেড রোডে। অগুনতি মানুষের ভিড়ে রাজপথে নিজেদের ছাপিয়ে সেরার তকমা পেতে লড়াইয়ের জায়গা পুজো কার্নিভ্যাল। এই কার্নিভ্যালের মূল পৃষ্ঠপোষক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বিশেষ শোভাযাত্রায় অংশ নিয়েছে অন্তত ৭৫ টি পুজো কমিটি।

গত কয়েক বছর ধরে এই কার্নিভ্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একসঙ্গে সেরা পুজোগুলো অনুভব করার জায়গা হয়ে উঠেছে। এই কার্নিভ্যালে উপস্থিত রয়েছেন দেশ-বিদেশের অতিথিরাও, সাধারণ দর্শক থেকে শুরু করে বিশেষ অতিথিদের জন্য বসার মঞ্চ তৈরি হয়েছে। প্রায় ১৫ হাজারের বেশি মানুষের রয়েছেন এই কার্নিভ্যালে।

কার্নিভ্যাল ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ভিড়ে মিশেছে। এছাড়াও ওয়াচ টাওয়ার চলছে নজরদারি। সূত্রের খবর, কার্নিভাল উপলক্ষে মোতায়েন করা হয়েছে ৩০০০ পুলিশ কর্মী। রেড রোড, ডাফরিন রোড, ফোর্ট উইলিয়াম সংলগ্ন রাস্তা পিটিএস ক্রসিং পর্যন্ত সর্বত্রই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।