যে ৫টি শর্তে জামিন পেলেন রিয়া চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন : বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল নেটিজেনদের একাংশ থেকে শুরু করে বলিউডের একাংশ এই ঘটনার পিছনে রিয়া চক্রবর্তীর হাত রয়েছে বলে দাবি করেন। আর এসবের পর সুশান্ত সিং রাজপুতের ঘটনার তদন্তের দায়িত্ব নেয় CBI। তদন্ত চলাকালীন সেপ্টেম্বর মাসের ৮ তারিখ এনসিবি (NCB)-র হাতে গ্রেপ্তার হন রিয়া চক্রবর্তী। তার আগেই তার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার হয়েছিল। এদের দুজনের ছিল মাদকযোগের অভিযোগ। আর এই দীর্ঘ দিন জেলে থাকার পর অবশেষে বুধবার রিয়া চক্রবর্তীকে জামিন দিলো বম্বে আদালত।

তবে এই জামিন পাওয়ার ক্ষেত্রে রিয়া চক্রবর্তীকে বেশ কতগুলি শর্ত পূরণ করতে হয়। যে শর্তগুলির মধ্যে যে ৫টি শর্ত গুরুত্বপূর্ণ।

১) জামিনের জন্য এক লক্ষ টাকা বন্ড দিতে হয়েছে রিয়া চক্রবর্তীকে।

২) জামিন পেলেও আগামী ১০ দিন তাকে আদালতে তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া থানায় হাজিরা দিতে হবে।

৩) আদালতের নির্দেশ ছাড়া রিয়া চক্রবর্তী কোনভাবেই বিদেশ যাত্রা করতে পারবেন না। যে কারণে তাকে নির্দেশ দেওয়া হয় পাসপোর্ট জমা রাখার।

৪) থানার অনুমতি ছাড়া কোনভাবেই মুম্বইয়ের বাইরে পা রাখতে পারবেন না তিনি।

৫) এর পাশাপাশি এই মামলার সাথে থাকা সাক্ষীদের সাথে দেখা করতে পারবেন না তিনি।

যদিও এই মামলায় রিয়া চক্রবর্তী আপাতত জামিন পেয়ে স্বস্তি পেলেও সুশান্ত সিং রাজপুতের অর্থ তছরুপের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেটিকেও এড়িয়ে যেতে চান না তদন্তকারী সংস্থা ইডি (ED)। অর্থ তছরুপের অভিযোগে মামলা যেমন চলছিল তেমনই চলবে এবং এর পাশাপাশি চলবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় কোনো রকম ভাবে রিয়া চক্রবর্তীর সম্পর্ক রয়েছে কিনা, এ বিষয়ে তদন্ত চালাবে সিবিআই (CBI)।