Google-এর সাথে হাত মিলিয়ে স্মার্টফোন আনছে Jio

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio একছত্র রাজত্ব করলেও স্মার্টফোনের বাজার ধরতে সক্ষম হয়নি এই সংস্থা। প্রথমদিকে LYF-এর বেশকিছু স্মার্টফোন বাজারে জনপ্রিয়তা লাভ করলেও পরের পারফরম্যান্সের বিচারে তা পরে গ্রাহকদের পছন্দের তালিকার তলানীতে পৌঁছায়। আর এবার সেই জায়গায় Jio নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে।

মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio স্মার্টফোনের বাজার ধরতে হাত মিলিয়েছে Google-এর সাথে। Google-এর সাথে হাত মিলিয়ে তারা Google অপারেটিং সিস্টেম যুক্ত Android ফোন আনতে চলেছে বাজারে। প্রথম দফায় ১০ কোটি স্মার্টফোন বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। অন্যদিকে এই সংস্থার বেশকিছু কর্মচারীদের থেকে জানা গিয়েছে খুব শীঘ্র আগামী অক্টোবর অথবা নভেম্বর মাসেই Google Operating system যুক্ত এই ফোনগুলি বাজারে উপলব্ধ হয়ে যাবে। যদিও সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত এবিষয়ে কিছু জানানো হয়নি।

Google-এর Android অপারেটিং সিস্টেম যুক্ত এই স্মার্টফোনগুলিতে 4G এবং 5G দুই পরিষেবায় পাওয়া যাবে বলে জানা গিয়েছে। মুকেশ আম্বানির সমঝোতা Reliance Jio তে Google তাদের ব্যবসা করার জন্য লগ্নি করছেন তার সম্পর্কে জুলাই মাসে সংস্থার তরফ থেকে জানানো হয়।

তবে আগামী দিনে বাজারে আসতে চলা এই সকল স্মার্টফোনগুলির দাম কত হতে পারে তা সম্পর্কে এখনই কিছুই জানা যায়নি। যদিও টেক বিশেষজ্ঞরা মনে করছেন, Reliance Jio-র তরফ থেকে Google অপারেটিং সিস্টেম যুক্ত যে স্মার্টফোনগুলি আনা হচ্ছে সেগুলোর দাম সাধারণ মানুষের হাতের নাগালে থাকার সম্ভাবনা রয়েছে।