নতুন তিনটি রিচার্জ প্ল্যান আনলো Jio

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থার Reliance Jio ফের একবার তাদের গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির। নতুন করে তারা তাদের গ্রাহকদের জন্য তিনটি রিচার্জ প্ল্যান বাজারে উপলব্ধ করতে চলেছে। এই তিনটি রিচার্জ প্ল্যান মূলত Jio Phone গ্রাহকদের জন্য। All-in-One রিচার্জ প্ল্যান হিসেবে Jio Phone গ্রাহকদের জন্য লম্বা ভ্যালিডিটি নতুন তিনটি রিচার্জ প্ল্যানের ঘোষণা ইতিমধ্যে করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক নতুন রিচার্জ প্ল্যান এবং তাদের সুবিধা।

১০০১ টাকা : এই All-in-One রিচার্জ প্ল্যানের Reliance Jio Phone গ্রাহকরা পাবেন ৩৩৬ দিনের ভ্যালিডিটি। এই রিচার্জ প্ল্যানে রয়েছে জিও থেকে অন্য নম্বরে কল করার জন্য ১২০০০ মিনিটের সুবিধা। প্রতিদিন রয়েছে ১০০টি করে এসএমএস এবং জিও থেকে জিও আনলিমিটেড কল। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১৫০ Mb ডেটা পাবেন। মোট ৪৯ GB ডেটা রয়েছে এই প্ল্যানে।

১৩০১ টাকা : এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। জিও থেকে জিও আনলিমিটেড কলের সাথে অন্য নেটওয়ার্কে কল করার জন্য রয়েছে মোট ১২০০০ মিনিট। প্রতিদিন ৫০০ Mb করে ডেটার সাথে রয়েছে ১০০ টি করে এসএমএস।

১৫০১ টাকা : এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন। এই রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ১.৫ GB করে ডেটা, জিও থেকে যেকোন নম্বরে কল করার জন্য ১২০০০ মিনিট, জিও থেকে জিও আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস।

নতুন এই তিনটি জিও ফোন রিচার্জ প্ল্যান ছাড়াও জিও ফোন গ্রাহকদের জন্য পূর্বনির্ধারিত যে প্ল্যানগুলি রয়েছে সেগুলি হল ৭৫, ১২৫, ১৫৫ এবং ১৮৫ টাকার। এই রিচার্জ প্ল্যানগুলিতে গ্রাহকরা ২৮ দিনের বৈধতা পান।