উঠে গেল Jio-র ৪টি রিচার্জ প্ল্যান, খরচ বাড়লো Jio Phone গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স Jio তাদের গ্রাহকদের জন্য সুখবর দেয়। জানানো হয় এবার থেকে তাদের গ্রাহকরা যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন, কোনো রকম বাড়তি খরচ বহন করতে হবে না। কিন্তু এই সুখবরের পাশাপাশি মাস ঘুরতে না ঘুরতেই Jio-র তরফ থেকে চারটি রিচার্জ প্ল্যান তুলে নেওয়া হল।

সম্প্রতি Jio-র তরফ থেকে Jio Phone গ্রাহকদের জন্য থাকা ৯৯, ১৫৩, ২৯৭ এবং ৫৯৪ টাকার প্ল্যানগুলি তুলে নেওয়া হয়েছে। এই চারটি রিচার্জ প্ল্যান তুলে নেওয়ার কারণে স্বাভাবিকভাবেই খরচ বাড়ল Jio Phone গ্রাহকদের। পাশাপাশি বাড়লো মাসে মাসে রিচার্জ করার ঝামেলা।

১৫৩ টাকা রিচার্জ প্ল্যানে জিও ফোন গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পেতেন এবং প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যেত। পাশাপাশি ছিল Jio থেকে Jio আনলিমিটেড কল। এখন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়ার জন্য জিও ফোন গ্রাহকদের রিচার্জ করতে হবে ২৮ দিনের জন্য ১৫৫ টাকা।

অন্যদিকে ৯৯, ২৯৭ এবং ৫৯৪ টাকার রিচার্জ প্ল্যানগুলিতে গ্রাহকরা পেতেন যথাক্রমে ২৮, ৮৪ এবং ১৬৮ দিনের ভ্যালিডিটি। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানগুলিতে পাওয়া যেত প্রতিদিন ০.৫ জিবি করে ডেটা। এছাড়াও ছিল Jio থেকে Jio আনলিমিটেড এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য ফ্রি মিনিট।

হিসাব অনুযায়ী বর্তমানে Jio-র তরফ থেকে জিও ফোন গ্রাহকদের জন্য যেসকল রিচার্জ প্ল্যানগুলি রাখা হয়েছে সেগুলি প্রতিটি ২৮ দিনের ভ্যালিডিটির। সুতরাং কোনো গ্রাহক যদি প্রতিদিন ০.৫ জিবি করে ডেটা পেতে চান তাহলে তাকে কম করে ১২৫ টাকা রিচার্জ করতে হবে। ৮৪ দিনের ক্ষেত্রে খরচ বাড়ছে ৩৭৫ টাকা এবং ১৬৮ দিনের ক্ষেত্রে খরচ দাঁড়াচ্ছে ৭৫০ টাকা। অর্থাৎ গ্রাহকদের লম্বা রিচার্জের ক্ষেত্রে বাড়তি খরচ বহন করতে হবে যথাক্রমে ৭৮ টাকা এবং ১৫৬ টাকা।

বর্তমানে জিও ফোন গ্রাহকদের যেসকল রিচার্জগুলি রয়েছে সেগুলি হলো ৭৫ টাকা, ১২৫ টাকা, ১৫৫ টাকা এবং ১৮৫ টাকা। এই প্রতিটি রিচার্জের ভ্যালিডিটি ২৮ দিন। প্রতিটি রিচার্জে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলা যাবে এবং যথাক্রমে প্রতিদিন ০.১ জিবি, ০.৫ জিবি, ১ জিবি এবং ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাচ্ছে। পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০টি করে SMS।