গ্রাহক পিছু মাসে কত টাকা আয় করে Jio, প্রকাশ্যে এলো রিপোর্ট

নিজস্ব প্রতিবেদন : একলাফে আরও সম্পত্তি বাড়লো ধনকুবের মুকেশ আম্বানি ও তার সংস্থার। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মুকেশ আম্বানির এই সংস্থার আয় হয়েছে ১৩,৬৮০ কোটি টাকা। এই আয় গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় ৪৩ শতাংশ বেশি।

এর পাশাপাশি ভালো দ্রব্যের যোগান এবং অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মুকেশ আম্বানির সংস্থা অনেক বেশি লাভবান হয়েছে। মুকেশ আম্বানির এই সংস্থা টেলিকম, তেল ছাড়াও খুচরা বাজারেও বিপুল মুনাফা অর্জন করেছে।

সংস্থার আয় বৃদ্ধি সম্পর্কিত রিপোর্ট পেশ হওয়ার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানিয়েছেন, “দ্বিতীয় ত্রৈমাসিকে ভালো পারফর্মেন্স তুলে ধরেছে রিলায়েন্স যা খুশি করার মতো। এই সাফল্য আমাদের ব্যবসার অন্তর্নিহিত শক্তি এবং ভারত ও বিশ্বের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে সেটিকেও প্রমাণ করে। আমাদের খুচরো বাজারে একলাফে উত্থান হয়েছে। সেইসঙ্গে তেল থেকে রাসায়নিক ও ডিজিটাল পরিষেবা প্রদানকারী ব্যবসাও ধারাবাহিক উত্থানের সাক্ষী থেকেছে।”

অন্যদিকে সংস্থার এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কেবলমাত্র তাদের টেলিকম ব্যবসা জিও থেকে ৩,৭২৮ কোটি টাকা মুনাফা লাভ করেছে। যা বিশ্বের টেলিকম ব্যবসায় আলাদা নজির রাখে। এই মুনাফা গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

টেলিকম ব্যবসা থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুনাফা উঠে আসার পাশাপাশি রিপোর্টে উঠে এসেছে গ্রাহক পিছু রিলায়েন্স মাসে কত টাকা আয় করে থাকে? রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রিলায়েন্স জিও চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রতি মাসে গ্রাহক পিছু ১৪৩.৬ টাকা আয় করেছে। এই আয় গত ত্রৈমাসিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৩.৭ শতাংশ।