১ লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরির দিশা নিয়ে হাজির আম্বানি, হাতছাড়া মানেই মিস

প্রতিটা রাজ্যই চায় তাদের রাজ্যে শিল্পপতিরা বিনিয়োগ করুক। যাতে রাজ্যের সাথে সাথে রাজ্যবাসীদেরও লাভ হয়ে থাকে। এবার দেশের সবথেকে বড় শিল্পপতি মুকেশ অম্বানী (Mukesh Ambani) ঘোষণা করলেন, তিনি উত্তর প্রদেশে (Uttar Pradesh) বিনিয়োগ করতে চান কয়েক কোটি টাকা। তিনি আগামী চার বছরে এই বিনিয়োগ করবেন উত্তর প্রদেশে।

সম্প্রতি চলতি বছরের বাজেটের প্রশংসা করেছেন মুকেশ অম্বানী। তিনি বলেছেন, উন্নয়নশীল দেশ হিসাবে ভারতের উত্থানের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়ে গেছে এবারের বাজেটে। মূলধন ব্যয়ের হিসাবে এটি সর্বোচ্চ প্রবৃদ্ধির হারে দাঁড়িয়ে রয়েছে। ভারত শক্তিশালী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আর সেই কারণেই হয়তো তার এই বিনিয়োগের ভাবনা।

সম্প্রতি উত্তর প্রদেশে শুরু হয়েছে গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩। শুক্রবার এই সামিটেই উপস্থিত ছিলেন রিলায়েন্স সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানী। আর তখনই তিনি উত্তর প্রদেশে বিনিয়োগের আগ্রহ দেখান। তারপর তিনি বলেন, রিলায়েন্স সংস্থা এই রাজ্যে বিনিয়োগ করতে চায়।

মুকেশ অম্বানী আরো বলেন, জিও প্ল্যাটফর্ম উত্তর প্রদেশের বাণিজ্য, শিল্প, কৃষি, সামাজিক ও সরকারি ক্ষেত্রে আধুনিকীকরণে সাহায্য করবে। চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে রিলায়েন্স জিও ভারতে সবথেকে দ্রুতগতির ৫জি পরিষেবা শুরু করবে। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রতিটি কোণায় ৫জি পরিষেবা ছড়িয়ে দিতে চান তিনি। রিলায়েন্স রিটেল সংস্থার পরিকল্পনা অনুযায়ী উত্তর প্রদেশের মুদি ও ছোট দোকানগুলির উন্নয়ন ঘটিয়ে সকলের উপার্জন বৃদ্ধিতে সাহায্য করাও হবে।

তিনি আরো জানান, মোট ৭৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করবেন তিনি আগামী ৪ বছরের মধ্যে। টেলিকম থেকে রিটেল ও নতুন শক্তি সংক্রান্ত বিভিন্ন ব্যবসায় এই বিনিয়োগ করবেন তিনি। এই বিনিয়োগের ফলে উত্তরপ্রদেশ রাজ্যে কমপক্ষে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে রাজ্যের আয়ও বাড়বে। উত্তর প্রদেশে রিলায়েন্স ইন্ডাস্ট্রি পুনর্নবীকরণ শক্তি ও বায়ো-শক্তির ব্যবসাও শুরু করতে চায় আগামী দিনে।