এক বলে তিন তিনবার রান আউটের সুযোগ হাতছাড়া, হাসির রোল নেট দুনিয়ায়

নিজস্ব প্রতিবেদন : শুরু হয়ে গেছে বিশ্বকাপ T20 ক্রিকেট। ইতিমধ্যেই যোগ্যতা অর্জন পর্বের খেলা শেষ হওয়ার পর শুরু হয়েছে মূল পর্বের খেলায়। তবে যোগ্যতা অর্জন পর্বের খেলায় শুক্রবার এমন একটি ঘটনা ঘটল যা দেখে হাসির রোল নেট দুনিয়ায়।

যোগ্যতা অর্জন পর্বে শুক্রবার শারজায় মুখোমুখি হয় আয়ারল্যান্ড এবং নামিবিয়া। এই খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ব্যাট করার সময় ইনিংসের শেষ ওভারের শেষ বলে তিন তিনবার রান আউটের সুযোগ পেয়েও হাতছাড়া করে নামিবিয়া। বিশ্বকাপের মঞ্চে এর আগে কেউ এমন দৃশ্য দেখেছেন কিনা মনে করতে পারছেন না। যার পরেই এই ঘটনা নিয়ে হাসির রোল শুরু হয়েছে নেট দুনিয়ায়।

এই আয়ারল্যান্ডের ইনিংসের শেষ বলে ব্যাট করছিলেন ব্যাটসম্যান সিমি সিং। অন্যদিকে অপরপ্রান্ত থেকে বল করছিলেন নামিবিয়ার বলার ডেভিড ওয়াইজ। বল করার সময় ওয়াইজ সঠিক জায়গায় ইয়র্কার রাখলে সেই বলকে কোনক্রমে আউট হওয়া থেকে রক্ষা করেন ব্যাটসম্যান সিমি সিং। কিন্তু এই বল ইনিংসের শেষ বল হওয়ায় রান নিতে দৌঁড়ান সিমি এবং পার্টনার ক্রেগ ইয়ং।

ওয়াইজ নিজের হাতে বল পেয়ে সেই বল উইকেটের দিকে ছুঁড়ে দেন। কিন্তু সেই বল উইকেট না লেগে এমন ভাবে চলে যায় যা মিস করেন নামিবিয়ার উইকেট কিপারও। আয়ারল্যান্ডের ব্যাটসম্যান ক্রেগ ইয়ং রান আউট হতে হতে বেঁচে যাওয়ার পাশাপাশি বল উইকেট কিপারের পাশ দিয়ে গড়িয়ে যাওয়ার কারণে দ্বিতীয় রান নিতে দৌঁড়ান। তখনো নামিবিয়ার উইকেট কিপার আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের আউট করার সুযোগ পেয়ে মিস করে।

কিন্তু এখানেই নাটকের শেষ নয়, দ্বিতীয় বার আউট হওয়া থেকে বাঁচার পর আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা আরও একটি অতিরিক্ত রানের আশায় ছুট লাগান। তখন নামিবিয়ার উইকেট কিপার নন স্ট্রাইক এন্ডের দিকে বল ছুঁড়ে দেন। আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা ভাবতে পারেননি তাদের তৃতীয় রান সম্পূর্ণ হবে। কারণ সেই সময় সিমি মাঝ ক্রিজে দাঁড়িয়ে। তবে নামিবিয়ার ফিল্ডাররা তাড়াহুড়ো করতে গিয়ে সেই বল মিস করেন এবং তৃতীয় রান সম্পূর্ণ হয়।