মাদ্রাসা নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক মন্ত্রীর, তোলপাড় সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই চন্দ্রযান ২ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নির্মমভাবে ট্রোলড হয়েছিলেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসেন। আর এবার ফের তাঁর ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট হয় একটি মন্তব্য নিয়ে দানা বেঁধেছে বিতর্কের।

চন্দ্রযান ২ মিশন নিয়ে গভীর রাতে এই মন্ত্রীই ভারতকে ট্রোল করতে গিয়ে নিজেই ভারতীয়দের সামনে নির্মমভাবে ট্রোলড হন। এমনকি তার সেদিনের চন্দ্রযান নিয়ে মন্তব্য পাকিস্তানের অনেক বাসিন্দাই মেনে নিতে পারেননি। পাকিস্তানের অনেক বাসিন্দাই এমন মন্তব্যও করেছিলেন, চন্দ্রযান নিয়ে ফাওয়াদের এমন মন্তব্য নির্বোধ ছেলেমানুষি ছাড়া আর কিছু নয়।

এমনকি এই মন্ত্রী শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তান ট্যুর থেকে সরে যাওয়া নিয়েও ভারতের হাত দেখতে পেয়েছেন। আর এ বিষয়ে তিনি মন্তব্য করেছেন, ভারতে এই শ্রীলঙ্কার ক্রিকেটারদের আইপিএলে নেবে না বলে হুমকি দেওয়ায় পাকিস্তান ট্যুর থেকে সরে যেতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। যদিও পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর এহেন মন্তব্যকে উড়িয়ে দিয়েছে ভারত ও শ্রীলঙ্কা দুপক্ষই।

আর এসবের পরও তিনি জঙ্গী নিয়ে মন্তব্য করে আবার বিতর্কের কেন্দ্রবিন্দু। তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে মন্তব্য করেছেন, “সব মাদ্রাসা ছাত্রই আত্মঘাতী জঙ্গি হয় না ঠিকই। কিন্তু এটাও ঠিক যে, সব আত্মঘাতী জঙ্গিই মাদ্রাসা ছাত্র।”