ফেলোশিপ না পাওয়ায় বিশ্বভারতীতে বিক্ষোভ গবেষকদের

অমরনাথ দত্ত : ইউজিসি থেকে সঠিক টাইমে বিশ্বভারতীর গবেষণারত গবেষকদের ফেলোশিপ পাঠানো হলেও বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই ফেলোশিপ দীর্ঘদিন ধরে আটকে রেখেছে, এই অভিযোগে আজ সকাল থেকে বিশ্বভারতীতে গবেষণারত গবেষকদের অবস্থান বিক্ষোভ শুরু হয়।

বিশ্বভারতীর পদার্থবিজ্ঞান বিভাগের গবেষক অমিত মন্ডল জানান, “দীর্ঘ আন্দোলনের পর বিশ্বভারতীতে ২০১৭ সালে ফেলোশিপ দেওয়ার পদ্ধতি চালু হয়। কিন্তু ২৪ মাসে যে ফেলোশিপ দেওয়ার কথা তার মধ্যে মাত্র ৮ মাসের দেওয়া হয়েছে। আবার ২০১৮ সালে যে সমস্ত গবেষক বিশ্বভারতীতে ভর্তি হয়েছেন তাদের এখনো পর্যন্ত কোন ফেলোশিপের টাকা দেওয়া হয়নি।”

তিনি এবিষয়ে আরও অভিযোগ করেন, “আমরা আরটিআই করে জানতে পেরেছি ইউজিসি থেকে বিশ্বভারতীকে ফেলোশিপের টাকা দেওয়ার জন্য প্রতি মাসেই পাঠানো হচ্ছে, কিন্তু বিশ্বভারতীর কোন এক সমস্যার জন্য সেই টাকা গবেষকরা পাচ্ছেন না। বিশ্বভারতী কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েছেন টাকা আসবে আসবে করে, কিন্তু বছর খানেক ধরে সেই টাকা রয়েছে আটকে। আমাদের দাবি পুজোর আগে সমস্ত ফেলোশিপের টাকা মিটিয়ে দেওয়া হোক।”

এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আজ বিশ্বভারতীতে সেন্ট্রাল অফিসের সামনে বিশ্বভারতীর গবেষকরা একত্রিত হয়ে অবস্থান-বিক্ষোভে বসেন। বিক্ষোভরত গবেষকরা জানান যতক্ষণ না বিশ্বভারতী কর্তৃপক্ষের থেকে লিখিতভাবে প্রতিশ্রুতি পাচ্ছেন ততক্ষণ তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে।