ভারতের প্রতিবেশী ৮টি দেশের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে থাবা দিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিন সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পাশাপাশি ভারতেও এই ভাইরাসে সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতে সংখ্যাটা হলো ৩১২২। ইতালি, স্পেনের মত প্রথম সারির দেশগুলি রীতিমত স্তব্ধ এই ভাইরাসের প্রকোপে। আর এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভারতে চলছে লকডাউন।

বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে আমরা সব থেকে বেশি খোঁজ রাখছি নিজেদের দেশ ভারত, ইটালি, আমেরিকা ইত্যাদি দেশের। আর ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে চিন বাদে বাকি দেশগুলির পরিস্থিতি সম্পর্ক অনেকেই অজানা। ভারতের প্রতিবেশী দেশগুলির তালিকায় রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ইত্যাদি। এই সকল দেশগুলিও কিন্তু বর্তমানে করোনা সংক্রামিত। কিন্তু তাদের বর্তমান স্থিতি, তারা কেমনভাবে সামলাচ্ছে এই ভাইরাসের সংক্রমণ বা প্রকোপ?

১) পাকিস্তান: শেষ রিপোর্ট পাওয়া অব্দি পাকিস্তানে সংক্রামিতদের সংখ্যা ভারতের কাছাকাছি। কিন্তু একই সাথে মনে রাখতে হবে এই দেশে জনসংখ্যা ভারতের থেকে অনেক কম। কিন্তু জনসংখ্যা বিচার করলে পাকিস্তানের পরিস্থিতি বেশ খারাপ। সিন্ধু প্রদেশে সংক্রামিত ৭০৪ জন। পাঞ্জাব প্রদেশে ৭৪০ জন। খাইবার পাখতুনখোয়াতে ২৫৩ জন। বেলুচিস্তানে ১৫৮ জন। গিলগিট বালটিস্তানে ১৮৪। ইসলামাবাদে ৫৪ জন। পাক অধিকৃত কাশ্মীরে ৬ জন। মোট সংক্রামিত ২৬৮৬ এর বেশী। মৃত ৪০ জন।

২) আফগানিস্তান: এই দেশে ইতিমধ্যেই অবস্থা বেশ সঙ্কটজনক ও পরবর্তীকালে এই সংক্রামিতদের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা। মোট সংক্রামিতদের সংখ্যা ২৮১ জন। মৃত ৬ জন।

৩) শ্রীলঙ্কা: এই ছোট্ট দেশে এই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশী। মঙ্গলবার একদিনেই ২১ জন সংক্রামিত হয়। মোট সংক্রামিতদের সংখ্যা ১৫৯। মৃত ৫ জন।

৪) বাংলাদেশ: এই দেশের জনসংখ্যা অনেক বেশী ও সেই তুলনায় সংক্রামিতদের সংখ্যা কম। তবে ভবিষ্যতে এই সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। সংক্রামিতদের মধ্যে ২৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। মোট সংক্রামিত সংখ্যা ৬১। মৃত ৬ জন।

৫) মালদ্বীপ: এই দেশে এখনও পর্যন্ত তেমন ভাবে বিস্তৃত হয়নি করোনা। ইতিমধ্যেই সংক্রামিতদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে উঠছেন। সংক্রামিতদের সংখ্যা- ২০ জন। মৃত ১।

৬) নেপাল: সংক্রামিতদের সংখ্যা ৬। মৃত্যু নেই। এই রাষ্ট্রের সরকার রোগের থাবা বসানোর আগেই সম্পূর্ণ রাষ্ট্রে লকডাউন ঘোষণা করে দেয়। ফলে পরিস্থিতি বেশী খারাপ হবেনা বলেই আশা রাষ্ট্রের লোকেদের।

৭) ভুটান: এইখানেও এখনও পর্যন্ত জাঁকিয়ে থাবা বসাতে পারেনি করোনা ভাইরাস। মোট সংক্রামিতদের সংখ্যা ৫ জন। মৃত একজনও না।

৮) মায়ানমার: মায়ানমারে জনসংখ্যা অনেক বেশী। সেই তুলনায় এই দেশে সংক্রামিতদের সংখ্যা কম। মোট সংক্রামিতদের সংখ্যা ২০ জন। মৃত ১জন।