চালক ছাড়াই চলছে গাড়ি, পিছনে বসে যাত্রীদের অবস্থা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’

বিদেশে স্ব-নিয়ন্ত্রিত গাড়ি (Autonomous Vehicles) অনেক জায়গাতেই চালু রয়েছে। কিন্ত সেইসমস্ত গাড়িতে চড়ার অভিজ্ঞতা সকলের থাকে না। সাধারণ আমজনতার কাছে গাড়ি মানেই চালকের হাতে থাকবে স্টিয়ারিং। চালকই গাড়ি নিয়ন্ত্রণ করবেন। সেক্ষেত্রে স্ব-নিয়ন্ত্রিত গাড়ি গাড়িতে উঠলে স্বাভাবিকই চমকে যাওয়ারই কথা। তাই অভিজ্ঞতা না থাকায় গাড়িতে উঠেই চমকে (Startled) গেলেন দুই বৃদ্ধ (Two Older Person)। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) হলো ভাইরাল।

অনলাইনে পছন্দ মতো গাড়ি বুকিং করেছিলেন দুই বৃদ্ধ। কিন্তু তখনও জানতেন না যে তাঁদের জন্য অন্য চমকই অপেক্ষা করে রয়েছে। বুকিং অনুযায়ী একটি স্বনিয়ন্ত্রিত জাগুয়ার (Autonomous Jaguar) গাড়ি হাজির হয়। তবে এমন গাড়িতে চড়ার অভিজ্ঞতা না থাকায় সেটি দেখে ঘাবড়ে যান তাঁরা। তারা দেখেন গাড়িটি বেশ দামি ও অত্যাধুনিক। আর সেই গাড়িতে উঠে আরো বেশি অবাক হয়ে যান কেনি এবং জেরি নামের ওই দুই বৃদ্ধ।

আসলে গাড়ি সুন্দর হলেও সেই গাড়িতে ছিল না কোনও চালক (Without Driver)। তারা দেখেন, গাড়ির স্টিয়ারিং ঘুরছে, গাড়িও এগিয়ে চলেছে রাস্তা ধরে কিন্তু চালকের আসনে কেউ নেই। আর গাড়ির পিছনের সিটে বসে চালকের আসনে উঁকি দিতেই শিউরে উঠেন দুজন বৃদ্ধ। দুই বৃদ্ধের সেই বিস্ময়াহত প্রতিক্রিয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

ভাইরাল সেই ভিডিয়োতে (Viral Video) দেখা গিয়েছে, প্রথমে রাস্তার ধারে গাড়ির জন্য অপেক্ষা করেন দুই বৃদ্ধ। তারপর গাড়ি এলে উঠে পড়েন তাতে। এরপর সেই গাড়িতে উঠতেই রীতিমতো তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন তারা। চালকহীন গাড়ি চলছে কীভাবে সেটা দেখে ভয় পেয়ে যান তারা। তখনই গাড়িতে একটি যান্ত্রিক স্বর তাঁদের বলে সিট বেল্ট বেঁধে নেবার কথা। সেটি শুনে সিট বেল্ট বেঁধে নিলেও গাড়িটির দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় আশঙ্কাও ভাবাচ্ছিল তাঁদের। এমনকী একটা সময় চালকের আসনে হাত বাড়িয়ে অদৃশ্য চালককে ছোঁয়ার চেষ্টাও করতে দেখা যায় এক বৃদ্ধকে। কিন্তু অত্যাধুনিক স্বনিয়ন্ত্রিত গাড়িতে কোনও চালক দেখতে পান না তিনি।

ইনস্টাগ্রামে patriotickenny নামে একটি অ্যাকাউন্ট থেকে দুই বৃদ্ধের অদ্ভুত গাড়িতে যাত্রার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, দামী জাগুয়ার গাড়িতে স্টিয়ারিং ঘুরছে, গাড়িও দিব্যি এগিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে চালকের আসনে কেউ নেই। যা দেখেই বেশ ভিমরি খেয়ে যান দুই বৃদ্ধ। আর তাঁদের গাড়িতে চড়ার সেই মুহুর্তই ক্যামেরাবন্দী হয়ে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর ভাইরাল হয়ে ওঠে মুহূর্তের মধ্যে।