গঙ্গাসাগরে পুণ্যস্নান আর বাঘ দর্শন, কম খরচে দুয়ের স্বাদ মিলবে এই উপায়ে

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক পরেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলাতে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। কারণ মেলার কদিন সাগরে দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম ঘটবে। আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের কথা মাথায় রেখে যোগাযোগ থেকে শুরু করে নিরাপত্তা সব দিকেই আলাদাভাবে নজরদারি চালাচ্ছে প্রশাসন।

এবার গঙ্গাসাগরে পুণ্য স্নান করার পাশাপাশি বাঘ দর্শন করারও সুযোগ মিলতে পারে খুব সহজেই। রথ দেখা ও কলা বেচার মত এমন সুযোগ এনে দিয়েছে একটি বেসরকারি সংস্থা। ওই বেসরকারি সংস্থার তরফ থেকে নতুন বছরেই অভিনব একটি ট্যুর প্যাকেজের আয়োজন করেছে। এই ট্যুর প্যাকেজের মাধ্যমে ভাসতে ভাসতে কলকাতা থেকে আসা যাবে গঙ্গাসাগর, সুন্দরবন।

এই প্যাকেজের মাধ্যমে প্রথমে পর্যটকদের নিয়ে যাওয়া হবে গঙ্গাসাগর এবং সেখানে পুণ্যস্নান করার পর অনায়াসে পৌঁছে যাওয়া যাবে সুন্দরবনের জঙ্গলে। এই ট্যুর চলবে দু’রাত এবং তিন দিনের জন্য। বিলাসবহুল রিভার ক্রুজে চেপে পর্যটকদের আলাদা আনন্দ এনে দেবে এই সফর। এই প্যাকেজে আরামদায়ক সফরের পাশাপাশি থাকছে যাবতীয় আধুনিক বন্দোবস্ত এবং এলাহী খাবার দাবার।

এই প্যাকেজ শুরু হবে ২১ জানুয়ারি থেকে এবং তা চলবে এপ্রিল মাস পর্যন্ত। মিলেনিয়াম পার্ক থেকে সকাল সাড়ে ৭ টার সময় এই ক্রুজ ছাড়া হবে। সেখান থেকে মাত্র সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগর। এই যাত্রা পথে দেখা যাবে বাটানগর, গড়চুমুক, ফলতা, ঘোরামারা দ্বীপের মতো পিকনিক স্পটগুলি। ক্রুজটি সকাল ১১:৩০ টা নাগাদ এসে পৌঁছাবে কচুবেড়িয়াতে।

এই ক্রুজে রয়েছে মোট ১০১টি আসন। যেগুলি তিন এবং চার আসন বিশিষ্ট। যে সকল পর্যটকরা এই সফরের সঙ্গে যুক্ত হবেন তাদের ব্রেকফাস্টে দেওয়া হবে লাচ্চা পরোটা, চানা মশলা এবং দু’টি করে লাড্ডু। কচুবেড়িয়াতে নামার পর গঙ্গা স্নান করে ক্রুজটি রওনা দেবে সুন্দরবনের দিকে। এই সফরের জন্য খরচ পড়বে ৯ হাজার থেকে সাড়ে ১০ হাজার টাকা।