অটোর সাথে বোলেরোর মুখোমুখি সংঘর্ষ জাতীয় সড়কে, মৃত ২

লাল্টু ও গৌড় চক্রবর্তী : লকডাউন ছেড়ে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে এগোতে শুরু হতেই জাতীয় সড়কে দুর্ঘটনা। লকডাউন চলাকালীন যানবাহন চলাচল বন্ধ থাকায় গত দু’মাসে ৬০ নম্বর জাতীয় সড়কে কোনরকম দুর্ঘটনার খবর আসেনি। তবে এই জাতীয় সড়ক এখনো যে আগের মতোই নরকপুরি হয়ে আছে তার প্রমাণ মিলল রবিবার। রবিবার সকালে একটি অটোর সাথে একটি বোলেরো গাড়ির সংঘর্ষ বাধে। আর সেই সংঘর্ষে মারা যান দুজন, পাশাপাশি আহত হয়েছেন বাকিরা আহত বলে খবর।

ঘটনাটি ঘটেছে সদাইপুর থানার অন্তর্গত সগর মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, একটি অটোতে করে লোকপুরের বারাবন গ্রাম থেকে ৬ থেকে ৭ জন সদাইপুরের মেহেরপুর গ্রামে আসছিলেন। ঠিক সেই সময় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর সগর মোড়ের কাছে একটি বোলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে মারা যান দুইজন এবং বাকিদের পুলিশের গাড়ি ও অন্য একটি গাড়িতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটোতে থাকা প্রত্যেক যাত্রীই একই পরিবারের। তারা মেহেরপুর গ্রামে এক আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে তার শেষকৃত্যে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। আর সেই অবস্থাতেই এমন দুর্ঘটনা। দুর্ঘটনায় পরেই পুলিশের টহলদারি গাড়ি তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে, পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও হাত মেলান। পাশাপাশি পুলিশ ঘাতক গাড়িটির পিছনে ধাওয়া করে গাড়িটিকে আটক করে। যদিও আহত ও মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোর যাত্রীদের উদ্ধারের জন্য পুলিশ যথেষ্ট তৎপরতা দেখিয়েছে। পাশাপাশি তৎপরতা দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আর এই দুর্ঘটনার কারণ হিসাবে জাতীয় সড়কের দুর্দশাকেই দায়ী করেছেন তারা।

প্রসঙ্গত, জাতীয় সড়কের বেহাল দশার জন্য করোনা ভাইরাসের কারণে লকডাউনের আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় নানান বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছিল। এরপর সেই সকল বিক্ষোভ কিছুটা হলেও ধামাচাপা পড়ে লকডাউনের কারণে। কারণ লকডাউন চলাকালীন স্বাভাবিকভাবেই জাতীয় সড়কে যানবাহন চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায়। আর পুনরায় যানবাহন চলাচল শুরু হতেই ফের চোখের সামনে ফুটে উঠছে জাতীয় সড়কের বেহাল দশা।