রামপুরহাটে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, চলছে পথ অবরোধ

প্রসেনজিৎ মালাকার : নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা বাড়ির উপর উল্টে গেল ইঁট বোঝাই লরি। ঘটনায় গুরুতর জখম দুই শিশু। যাদের আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ সকাল সাতটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের রামপুরহাট মাড়গ্রাম রাস্তায় চামড়াগুদাম মোড়ের কাছে মুর্শিদাবাদ থেকে আগত একটি ইঁট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার ধারে থাকা কাঁচা বাড়িতে। যার ফলে বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, আর ওই দেওয়ালে চাপা পড়ে গুরুতর আহত ওই বাড়িতে থাকা দুই শিশু।

ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি ওই লরির চালক, খালাসি এবং লরির মালিককে ইলেকট্রিক খুঁটির সাথে বেঁধে রেখে স্থানীয় বাসিন্দারা মারধর শুরু করে।

ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে গাড়ির চালক, খালাসি এবং মালিককে উদ্ধার করতে গেলে বাধার সম্মুখীন হতে হয় পুলিশকে।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্থ বাড়ী এবং ওই দুই শিশুর চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। যদিও পরে পুলিশি তৎপরতায় এবং আশ্বাসে অবরোধ উঠে যায়।