জমিতে নোংরা ফেলার প্রতিবাদে গ্রামবাসীদের পথ অবরোধ

নিজস্ব প্রতিবেদন : তারাপীঠ সংলগ্ন করকরিয়া গ্রামের পাশে থাকা গ্রাম সংলগ্ন মাঠে দিনের পর দিন তারাপীঠ থেকে সমস্ত নোংরা টেনে নিয়ে এসে ফেলা হচ্ছে। যার ফলে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, দুর্গন্ধে টেকা ভার হয়ে উঠছে গ্রামবাসীদের, ছড়াচ্ছে দূষণ। এমনই অভিযোগ তুলে পথ অবরোধের নামে করকরিয়া গ্রামের বাসিন্দারা।

এই ঘটনার প্রতিবাদে আজ গ্রামবাসীরা সকাল থেকে করকরিয়া মোড়ে তারাপীঠ থেকে সাঁইথিয়া যাওয়ার রাস্তায় অবরোধ শুরু করে। যার ফলে সকাল থেকেই ওই রাস্তায় ব্যাহত যান চলাচল।

গ্রামবাসীদের অভিযোগ, এর আগে বারবার এ বিষয়ে বারণ করা হলেও কেউ কোনো কথা শোনেনি। তাদের দাবি, অবিলম্বে গ্রাম সংলগ্ন মাঠে তারাপীঠ থেকে আনা নোংরা ফেলা বন্ধ করতে হবে।