আধার কার্ডের দাবিতে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদন : শুধুমাত্র এনআরসির গুজবের জেড়ে আধার সংশোধন, আধার সংযুক্তিকরণ, রেশন কার্ড সংশোধন, দলিল পর্চা সংগ্রহ ইত্যাদি এর জন্য দিনের পর দিন ভিড় বাড়ছে ব্যাঙ্ক থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। হায়রান সাধারণ মানুষ থেকে শুরু করে অফিস কর্মচারীরাও। আর এই আধার সংশোধন এবং সংযুক্তিকরণকে ঘিরে আজ মহঃবাজারে রাস্তা অবরোধের নামলো স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত, ব্যাঙ্কে আধার সংশোধন অথবা নতুন আধার কার্ড করার ক্ষেত্রে প্রতিদিন ১৫ থেকে ১৭ টি হয়ে থাকে। যা চাহিদার তুলনায় নগণ্য। ফলে আধার সংশোধন বা নাম তোলার ক্ষেত্রে সাধারণ মানুষরা রাত জেগে ব্যাঙ্কের সামনে ভিড় করছেন নাম লেখানোর জন্য। কিন্তু তাতেও দেখা যাচ্ছে যেভাবে নামের তালিকা, তাতে বেশ কয়েকদিন পরেই দিন পাওয়া যাচ্ছে।

এভাবেই মহঃবাজারের স্টেট ব্যাঙ্কে আধার কার্ড করানোর জন্য এলাকার স্থানীয় বাসিন্দারা কেউ দুমাস, কেউ তিন মাস ধরে ঘুরছেন বলে দাবি করেন। তাদের আরও দাবি, আজ ব্যাঙ্ক কর্তৃপক্ষ সকাল ছ’টা থেকে নাম লেখার জন্য স্থানীয়দের আসতে বলেন। কিন্তু সকাল ৮:৩০ টা বেজে গেলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাউকে দেখতে না পেয়ে জাতীয় সড়ক অবরোধে নামেন তারা।

রাস্তা অবরোধকারীদের অভিযোগ, “আমাদের রাতে মশারি টাঙিয়ে ব্যাঙ্কের সামনে শুয়ে থাকতে হচ্ছে আধার কার্ড করানোর জন্য নাম লেখাতে। তাতেও দিনের পর দিন ঘুরাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।”

তাদের আরও দাবি, “আধার কার্ড করানো অথবা সংশোধনের জন্য নিজস্ব পঞ্চায়েতে থেকে ব্যবস্থা করা হোক। যাতে করে আমাদের এই দূর-দূরান্ত থেকে ছুটে এসে রাত জেগে নাম লেখাতে না হয়।”

আধার সংশোধনকারী এবং নতুন আধার কার্ড করানোর জন্য আসা স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ চলে প্রায় আধঘন্টার বেশি। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহঃবাজার থানার আইসি মাধব চন্দ্র মণ্ডলের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুলিশ এসে উত্তেজিত জনতাদের আশ্বস্থবার্তা দিয়ে অবরোধ তুলতে সক্ষম হন।