খালা খন্দে ভরা রাস্তা, প্রতিবাদে পথ অবরোধ ব্যবসায়ীদের

লাল্টু : খালা খন্দে ভরে গিয়েছে পুরো রাস্তা, যান চলাচল থেকে পথচলতি মানুষদের প্রতিনিয়ত এই রাস্তা পারাপারের ক্ষেত্রে অসুবিধার সম্মুখিন হচ্ছেন। পাশাপাশি রাস্তা খারাপের কারণে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। আর এই সমস্যা সমাধানের জন্যই মঙ্গলবার ঘন্টাখানেক পথ অবরোধ চলে। যদিও পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়, তবে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের হুঁশিয়ারি, আশ্বাস মত কাজ শুরু না হলে পুনরায় পথ অবরোধে নামবেন তারা।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত জয়দেব মোড়ে। জয়দেব মোড় থেকে ইলামবাজার থানার জয়দেব মন্দির পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় এদিন এই অবরোধ করা হয়। সকাল ন’টা থেকে শুরু হয় অবরোধ এবং অবরোধের খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তারা আশ্বাস দেন দ্রুত এই রাস্তা সংস্কারের কাজ করা হবে। এরপরেই সকাল দশ’টা নাগাদ অবরোধ উঠে যায়।

স্থানীয় বাসিন্দারা এদিন সকাল থেকে যে রাস্তা সংস্কারের জন্য দাবি তুলেছেন সেই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। এলাকার বাসিন্দাদের সুবিধা ছাড়াও এই রাস্তা দিয়ে সহজেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। রাস্তাটির কিছু অংশ পড়ে দুবরাজপুর ব্লক এলাকায় এবং কিছু অংশ ইলামবাজার ব্লক এলাকার মধ্যে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী ফিরোজ আহমেদ জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারংবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ হয়নি। রাস্তা খারাপের কারণে পথচলতি মানুষদের একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। আর এই সকল পরিস্থিতির দিকে তাকিয়েই আমরা এদিন এই রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করেছি। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নিই। তবে আশ্বাস মত কাজ শুরু না হলে পুনরায় অবরোধে নামবো।”