নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা মেরামতির অভিযোগে বিক্ষোভ, বন্ধ হলো কাজ

অমরনাথ দত্ত : বীরভূমের লাভপুর থানার অন্তর্গত মহেশপুর গ্রামে ৮ কিমি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা মেরামতের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠলো ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা তৈরির সময়ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল আর আবার মেরামতি করার সময়ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সামগ্রী এতটাই নিম্নমানের যে সকালে কাজ করার পর বেলা গড়াতেই হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তার পিচ। যা দেখে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রাস্তা তৈরির কাজ চলাকালীন বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ। বিক্ষোভ দেখানোর পাশাপাশি গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয়।

প্রসঙ্গত, এই রাস্তাটি তৈরি করা হয়েছিল তিন বছর আগে। তৈরির এক মাসের মধ্যেই ভেঙে যায় বলেও অভিযোগ গ্রামবাসীদের। রাস্তা মেরামতির কাজ উন্নত মানের সামগ্রী দিয়ে করানোর দাবিতে গ্রামবাসীরা আজ মেরামতির কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি সঠিকভাবে সমস্ত কিছু নিয়ম মেনে যেন রাস্তা মেরামতের কাজ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, “প্রধানমন্ত্রী সড়ক যোজনা এই রাস্তাটি তিন বছর আগে তৈরি করা হয়েছিল। কিন্তু তৈরি এক মাসের মধ্যেই সমস্ত পিচ রাস্তা থেকে উঠে যায়। আমরা রাস্তা তৈরির পর থেকেই পিচ উঠে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শিকার। আর আবার গতকাল থেকে এই রাস্তা মেরামতের জন্য ঠিকাদার তাদের শ্রমিকদের কাজে লাগিয়েছে। কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি আগের মতোই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা মেরামতের কাজ চালাচ্ছে। রাস্তার কাজ যাতে ভালো হয় সে কারণেই আজ আমরা রাস্তার কাজ করা বন্ধ করে দিয়েছি। আমাদের আবেদন সঠিকভাবে নিয়ম মেনে যেন কাজ হয়।”