বুড়ো হাড়ে ভেলকি, নামছেন শচীন যুবরাজরা, Road Safety World Series-এর পূর্ণাঙ্গ সূচি

নিজস্ব প্রতিবেদন : আজ অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Road Safety World Series। এই সিরিজের অন্যতম জনপ্রিয়তার কারণ হলো অবসর নেওয়া খেলোয়ারদের এই সিরিজে দেখতে পাওয়া যায়। সেই রকমই বুড়ো হাড়ে ভেলকি দেখাতে মাঠে নামতে চলেছেন সচিন, রায়না, যুবরাজ, ইউসুফ পাঠান, জন্টি রোডসদের মত খেলোয়াররা।

শনিবার উদ্বোধনী ম্যাচে দেখা যাবে ইন্ডিয়া লেজেন্ডস এবং সাউথ আফ্রিকা লেজেন্ডস-এর খেলা। পথ নিরাপত্তার কথা মাথায় রেখে এই খেলা শুরু হয় ২০২০ সালে। তবে করোনার কারণে মাঝে খেলা হয়নি। চলতি বছর ১০ সেপ্টেম্বর শুরু হওয়া এই সিরিজ চলবে ১ অক্টোবর পর্যন্ত। এই সিরিজে মোট ২৩টি ম্যাচ খেলা হবে।

Road Safety World Series-এ যে সকল দল অংশগ্রহণ করেছে সেগুলি হল ইন্ডিয়া লেজেন্ডস, সাউথ আফ্রিকা লেজেন্ডস, নিউজিল্যান্ড লেজেন্ডস, ইংল্যান্ড লেজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস, অস্ট্রেলিয়া লেজেন্ডস, শ্রীলঙ্কা লেজেন্ডস ও বাংলাদেশ লেজেন্ডস। প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে লীগ পর্যায়ে।

Road Safety World Series প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ খেলা হবে মোট চারটি মাঠে। খেলাগুলি হবে কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে, ইন্দোরের হোলকার ও দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবং রায়পুরের শহীদ বীর নারায়ন স্টেডিয়ামে।

এই সিরিজের প্রতিটি ম্যাচ দেখা যাবে টিভি এবং ওটিটি প্লাটফর্মে। কালার্স সিনেপ্লেক্স, কালার্স সিনেপ্লেক্স সুপারহিটস, স্পোর্টস ১৮ খেল, জিও টিভি ও Voot অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে প্রতিটি খেলা। ২০২০ সালে এই সিরিজ শুরু হওয়ার পর প্রথম বছরেই তার অসমাপ্ত থেকে যায় করোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার পর। তবে এই বছর এই সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীরা বেশ আশাবাদী।