কিংবদন্তি তারকাদের নিয়ে ক্রিকেট সিরিজ, শুরু হচ্ছে এই দিন

নিজস্ব প্রতিবেদন : রোড সেফটি ক্রিকেট ওয়ার্ল্ড সিরিজ, যেখানে খেলতে দেখা যায় শচীন, জয়সূর্য সহ দেশের নামিদামি তারকাদের। এই সিরিজের দ্বিতীয় আসর এবার বসতে চলেছে জুন মাসে। ২০২০ সালে এই সিরিজ শুরু হলেও পরের বছর করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে তা বাতিল হয়।

এই বছর সংক্রমণ আয়ত্তের মধ্যে থাকার কারণে নতুন করে এই সিরিজের দ্বিতীয় আসর বসতে চলেছে আগামী ৪ জুন। সিরিজটি চলবে ৩ জুলাই পর্যন্ত। পথ দুর্ঘটনা ঠেকাতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য এই সিরিজের আয়োজন করা হয়। এই সিরিজের মূল উদ্যোক্তা হলেন শচীন তেন্ডুলকর। এই সিরিজে এবার নতুন একটি দল অংশগ্রহণ করতে চলেছে।

এই সিরিজে এবার নিউজিল্যান্ড নতুন দল হিসাবে অংশগ্রহণ করতে চলেছে। সিরিজের সবকটি ম্যাচ আয়োজিত হবে তিনটি ভেন্যুতে। সেই তিনটি ভেন্যু হল লখনউ, ইন্দোর এবং যোধপুর। এবার এই সিরিজে যে সকল লেজেন্ড দলকে খেলতে দেখা যাবে সেই সকল দলগুলি হলো ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।

এই টুর্নামেন্টের সাফল্য কামনা করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “আমি নিশ্চিত যে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ একটি সামাজিক পরিবর্তন আনবে এবং সড়ক নিরাপত্তার বিষয়ে মানুষের মানসিকতাকে প্রভাবিত করার জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

এই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ভারত সরকারের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক এবং যুব ও ক্রীড়া মন্ত্রক দ্বারা সমর্থিত। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, “পথ নিরাপত্তা ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরির একটি খুব ভালো উদ্যোগ। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ সচেতন হোক এবং সবাই তা অনুসরণ করুক। রাস্তায় চলার সময় নিয়ম-কানুন আছে এবং সেটা ঘটতে হলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।”