সামনে এলো রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রাক্তণ ক্রিকেটারদের নাম, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বের তাবড় তাবড় প্রাক্তণ ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে চলতি বছর মোট ৬টি দেশ অংশগ্রহণ করছে। যেগুলি হলো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড লেজেন্ড দল। আর এই সকল দলে কোন কোন প্রাক্তন ক্রিকেটার অংশগ্রহণ করছেন তাদের নাম সামনে এলো।

বাংলাদেশ : বাংলাদেশ লেজেন্ডের হয়ে চলতি বছর মাঠে নামতে দেখা যাবে খালেদ মাহমুদ, নফীস ইকবাল, মহঃ রফিক, আব্দুর রাজ্জাক, খালিদ মাশুদ, হানান সরকার, জাভেদ ওমর, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ, আলমগীর কবির, মহঃ শরিফ, মুশফিকুর রহমান ও মামুন রশিদের মত প্রাক্তন তারকাদের।

শ্রীলঙ্কা : শ্রীলঙ্কা লেজেন্ডের হয়ে ফের একবার মাঠে ব্যাট বল হাতে নামবেন তিলকরত্নে দিলশান, সনৎ জয়সূর্য, ফারভেজ মাহরুফ, রঙ্গনা হেরথ, থিলান তুষারা, অজন্তা মেন্ডিস, চামারা কাপুগেদেরা, উপল থরঙ্গা, চামারা সিলভা, চিন্তকা জয়সিংহে, ধামিকা প্রসাদ, নূয়ান কুলশেখরা, রাসেল আর্নল্ড, দুলাঞ্জনা উইজেসিংহে ও মালিন্দা ওয়ার্নাপুরা।

ওয়েস্ট ইন্ডিজ : বিশ্বের অন্যতম খ্যাতনামা ক্রিকেটার ব্রায়ান লারাকে ফের একবার খেলতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড দলের হয়ে। এছাড়াও থাকছেন টিনো বেস্ট, রিডলি জেকবস, নরসিং দেওনারায়ন, সুলেমান বেন, দীননাথ রামনারায়ন, অ্যাডাম স্যানফোর্ড, কার্ল হুপার, ডোয়েন স্মিথ, রিয়ান অস্টিন, উইলিয়াম পার্কিন্স ও মহেন্দ্র নাগামুতু।

দক্ষিণ আফ্রিকা : কেভিন পিটারসেনকে পুনরায় মাঠে দেখা যাবে দক্ষিণ আফ্রিকা লেজেন্ড দলের হয়ে। একইভাবে দেখা যাবে ওয়েস শাহ, ফিলিপ মাস্টার্ড, মন্টি পানেসর, নিক ক্রম্পটন, কবিল আলি, সাজিদ মেহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস শোফিল্ড, জোনাথন ট্রট, রিয়ান সাইডবটম, উসমান আফজল, ম্যাথিউ হগার্ড ও জেমস টিনডলের প্রাক্তন তারকাদের।

ইন্ডিয়া : লিটিল মাস্টার সচিন তেন্ডুলকর মাঠে নামতে চলেছেন ইন্ডিয়া লিজেন্ড দলের হয়ে। এর পাশাপাশি বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, মহঃ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ প্যাটেল, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমাররা থাকছেন। থাকছেন সদ্য সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেতা ইউসুফ পাঠান। থাকছেন ইরফান পাঠান।

প্রসঙ্গত, এই সিরিজ শুরু হয় ২০২০ সালে। তবে প্রথম বছর করোনা পরিস্থিতি এবং লকডাউনের জন্য মাঝপথে তা বন্ধ হয়ে যায়। আর এই বছর আবার সেই সিরিজ নতুনভাবে শুরু হতে চলেছে। গতবছর অস্ট্রেলিয়া লেজেন্ড দল অংশগ্রহণ করলেও এবছর তারা অংশগ্রহণ করছেন না।

[aaroporuntag]
শুক্রবার এই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত লেজেন্ড এবং বাংলাদেশ লেজেন্ড। সন্ধ্যা সাতটা থেকে এই খেলা শুরু হবে। খেলাগুলি সরাসরি দেখা যাবে Jio Tv, Voot মোবাইল অ্যাপ এবং Colors Cineplex and Rishtey Cineplex টিভি চ্যানেলে।