রোবটে টানছে রিকশা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : সভ্যতা যতই অত্যাধুনিক পথে চলেছে ততই বেড়ে চলেছে নতুন নতুন আবিষ্কার। আর এই সকল আবিষ্কারের মধ্যে অন্যতম রোবট। বর্তমানে আবার রোবটের ব্যবহারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে বর্তমান করোনাকালে বহু জায়গায় রোবটের ব্যবহার তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও লক্ষ্য করা গেলেও যাতে দেখা যাচ্ছে একটি রিকশা টেনে নিয়ে যাচ্ছে রোবট।

সুপ্রিয়া সাহু নামে এক আইএএস অফিসার টুইটার হ্যান্ডেলে এমন রোবটে রিকশা টানার ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করার সাথে সাথে তিনি লিখেছেন, “ভবিষ্যতের রিকশা। আশ্চর্য রূপের রোবটচালিত রিকশা দেখুন।” তিনি ভিডিওটি পোস্ট করার পর এই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও হু হু করে ছড়াতে শুরু করে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রিকশার দিকে এগিয়ে এলেন এবং রিকশার উপর চেপে বসলেন। আর তারপর রোবটটিকে ইশারা করতেই সে ওই ব্যক্তিকে টেনে নিয়ে যেতে শুরু করলো। আর এই ভিডিও দেখেই রীতিমতো শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

রোবটে টানা ওই রিকশার উপর বসা ব্যক্তি হলেন অ্যাডাম স্যাভেজ, যিনি হলেন একজন মার্কিন স্পেশ্যাল এফেক্সটস ডিজাইনার ও টিভি ব্যক্তিত্ব। আর ওই রোবটটি তৈরি করেছে বোস্টন ডায়নামিক্স নামে একটি মার্কিন ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্স ডিজাইন সংস্থা। আর এই সংস্থার দাবি এই রোবটটি রাস্তায় রীতিমতো দ্রুত গতিতে ছুটতে পারে।