নৌকা চড়ে উপভোগ করছিলেন মনোরম হ্রদের দৃশ্য, হঠাৎ ভেঙে পড়ল পাহাড়

নিজস্ব প্রতিবেদন : ‘বিনা মেঘে বজ্রপাত’। ঠিক এমনটাই ঘটল একদল পর্যটকের ক্ষেত্রে। আনন্দের ভ্রমণ হঠাৎ বদলে গেল বিষন্নতায়। নৌকা চড়ে হ্রদ ভ্রমণের সময় নৌকার উপর পাহাড়ের অংশ ভেঙে পড়তেই তলিয়ে গেলেন পর্যটকরা। এই বিরল দুর্ঘটনায় ৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

বিরল এই দুর্ঘটনাটি ঘটে ব্রাজিলে। সেখানকার ফুরনাস হ্রদের সেই দুর্ঘটনার ভিডিও এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এই দুর্ঘটনার পর ২০ জন পর্যটক নিখোঁজ হন। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২ জন পর্যটক। যাদের মধ্যে ২৩ জনের আঘাত অতটা গুরুতর নয়। এদের কারোর হাত পা ভেঙেছে। বাকী ৯ জনের আঘাত গুরুতর যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চালানো হচ্ছে।

ব্রাজিলের এই ফুরনাস হ্রদ পর্যটকদের অন্যতম জনপ্রিয় জায়গা। ভ্রমণের মরশুমে এখানকার ক্যাপিটোলিয়া ক্যানিয়নসে অজস্র পর্যটকের আগমন ঘটে থাকে। পাহাড়, হ্রদ এবং ঝরনা মিলিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতই। তবে এই প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম জায়গাতেই এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে দেখা গেল। হ্রদে ভ্রমণ করার সময় আচমকা পাহাড়ের একটি অংশ ভাসমান একটি নৌকার উপর ভেঙ্গে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে লক্ষ্য করা গিয়েছে, দুর্ঘটনার আগে পাহাড়ের গা থেকে টুকরো টুকরো বেশ কিছু বড় বড় পাথর ভেঙ্গে পড়ে। কিন্তু পর্যটকরা এতটা টের পাননি যে এইভাবে পাহাড়ের একটা অংশ ভেঙে তাদের নৌকার উপর এসে পড়তে পারে। এরপরই কারোর কিছু টের পাওয়ার আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। অন্য নৌকায় থাকা পর্যটকদের মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দী হয়।

জানা গিয়েছে, এই প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট হ্রদ এলাকায় দিন সাতেক ধরেই প্রবল বৃষ্টি হয়। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর ব্রাজিলের বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকার্যে নামে এবং জলে তলিয়ে যাওয়ায় পর্যটকদের উদ্ধার করার জন্য ডুবুরি নামানো হয়। পর্যটকদের মোবাইল ট্র্যাক করে তাদের লোকেশন খুঁজে বের করার কাজ চালানো হচ্ছে।