ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একাধিক রেকর্ড রোহিত শর্মার

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ঘরের মাঠে প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ফিরতে মরিয়া ভারতীয় দল। আর এই দ্বিতীয় টেস্টে মাঠে নেমে একাধিক রেকর্ড গড়লেন হিটম্যান ‘রোহিত শর্মা’। রোহিত শর্মার একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি অধিনায়ক কোহলির ঝুলিতে এলো একটি লজ্জার রেকর্ড।

Advertisements

দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত ব্যাটিং করে রোহিত শর্মা শতরান পূর্ণ করেন। আর এই শতরান পূর্ণ করার সাথে সাথেই টেস্ট ক্যারিয়ারে সপ্তম শতরান এলো রোহিতের ঝুলিতে। পাশাপাশি রোহিত শর্মার এদিনের এই শতরান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ শতরান। এর ফলে তিনি হলেন এই টুর্নামেন্টের সর্বাধিক শতরানের অধিকারী। আবার ওপেনার হিসেবেও তিনি এমন নজির গড়েছেন।

Advertisements

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে রোহিত শর্মা ৮০০ রানের অধিকারী হলেন এদিনের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর। এই ৮০০ রানের অধিকারী হওয়ার পাশাপাশি তার গড় রান রয়েছে ৬৪। এর পাশাপাশি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে ২০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন তিনি।

Advertisements

[aaroporuntag]
অন্যদিকে অধিনায়ক বিরাট কোহলি এদিন শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে সব ধরনের ক্রিকেটে সবথেকে বেশি শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়লেন তিনি। এই তালিকায় প্রথম রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, যিনি সব ধরনের ক্রিকেটে ১৩ শূন্য রানে আউট হয়েছেন। বিরাট কোহলি ১২ বার শূন্য রানে আউট হলেন আর তৃতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, যিনি ১১ বার শূন্য রানে আউট হয়েছেন।

Advertisements